লায়ন্স ইন্টারন্যাশনালের সেকেন্ড ইন্টারন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ড. মনোজ শাহ এবং তাঁর সহধর্মিণী জাইনা শাহ চার দিনের সফরে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ঢাকায় এসেছেন। ‘লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশ’র আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মধ্য দিয়ে ড. মনোজ শাহের বাংলাদেশ সফর শুরু হয়।
‘মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশ’ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সফরকালে তিনি ঢাকা ও চট্টগ্রামে লায়ন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিভিন্ন স্থায়ী সেবা প্রকল্প পরিদর্শন করবেন। পাশাপাশি স্থানীয় লায়ন্স নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশের কাউন্সিল চেয়ারপারসন ও জিএটি চেয়ারপারসন লায়ন মো. আশরাফ হোসেন খান হীরা বলেন, ‘এই সফর বাংলাদেশের লায়ন্স আন্দোলনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে আমাদের সেবামূলক কার্যক্রম আরও বেগবান হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের লায়ন্স কার্যক্রমের স্বীকৃতি আরও জোরদার হবে।’
সফর শেষে ড. মনোজ শাহ ও তাঁর সহধর্মিণী জাইনা শাহ আগামী ২৫ জানুয়ারি সকালে ঢাকা ত্যাগ করবেন।

