Logo

জাতীয়

৪৮তম বিসিএসের ৩২৬৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১৩:৪৫

৪৮তম বিসিএসের  ৩২৬৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

ছবি : বাংলাদেশের খবর

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) কর্তৃক সুপারিশপ্রাপ্ত ৩ হাজার ২৬৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।

শুক্রবার (২৩ জানুয়ারি) তথ্য অধিদফতর থেকে পাঠানো এক তথ্যবিবরণীতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

প্রজ্ঞাপনের বিস্তারিত কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.mopa.gov.bd)-এ পাওয়া যাবে বলে বিবরণীতে জানানো হয়।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১ ফেব্রুয়ারি পূর্বাহ্ণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক নির্ধারিত কার্যালয়ে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিসিএস সরকারি চাকরি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর