আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের তিন জেলায় ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় ভ্রমণে বিশেষ কড়াকড়ি আরোপ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এক নির্দেশনায় এ সতর্কতা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে নিয়মিত সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পাওয়া যায়। পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোতে ব্রিটিশ নাগরিকদের জরুরি সহায়তা দেওয়ার সক্ষমতা তাদের সীমিত। ফলে জরুরি প্রয়োজন ছাড়া এই তিন জেলায় ব্রিটিশ নাগরিকদের ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কেউ যদি এই সতর্কতা অমান্য করে ওইসব এলাকায় যান, তবে তার ভ্রমণ বিমা বাতিল হতে পারে।
সতর্কবার্তায় বলা হয়েছে, ২২ জানুয়ারি থেকে দেশজুড়ে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ায় রাজনৈতিক সমাবেশ ও র্যালির সংখ্যা বাড়বে। এসব জনসমাগম থেকে সহিংসতা বা চলাচলে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। এছাড়া সন্ত্রাসীরা নির্বিচারে হামলা চালানোর চেষ্টা করতে পারে, যার লক্ষ্যবস্তু হতে পারে বিদেশি নাগরিকদের যাতায়াতের স্থানগুলোও।
এমবি

