Logo

জাতীয়

ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস আজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১৬:৪৭

ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস আজ

আজ ঐতিহাসিক ২৪ জানুয়ারি, বাঙালির স্বাধিকার আন্দোলনের ইতিহাসের এক রক্তঝরা ও গৌরবোজ্জ্বল দিন— ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৬৬ সালের ঐতিহাসিক ৬ দফা ও পরবর্তী ১১ দফার পথ ধরে ১৯৬৯ সালের এই দিনে রাজপথের উত্তাল গণবিস্ফোরণে কেঁপে উঠেছিল তৎকালীন পাকিস্তান সরকারের ভিত। ৫৬ বছর আগে আজকের এই দিনটিই নিশ্চিত করেছিল বাঙালির স্বাধীনতার অনিবার্য গন্তব্য।

১৯৬৯ সালের জানুয়ারি মাসজুড়ে তৎকালীন পূর্ব পাকিস্তান ছিল বিক্ষোভে উত্তাল। ২০ জানুয়ারি পুলিশের গুলিতে ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ শহীদ হওয়ার পর আন্দোলন এক দাবানলে রূপ নেয়। এর প্রতিবাদে এবং স্বৈরশাসক আইয়ুব খানের পদত্যাগ ও আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবিতে ২৪ জানুয়ারি হরতালের ডাক দেয় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ। সেদিন ঢাকা পরিণত হয়েছিল এক রণক্ষেত্রে। সান্ধ্য আইন উপেক্ষা করে সাধারণ ছাত্র, শ্রমিক ও কৃষক— সব শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে আসে। সচিবালয়ের সামনে পুলিশের গুলিতে নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির শিক্ষার্থী মতিউর রহমান মল্লিক এবং রুস্তম আলীসহ বেশ কয়েকজন শহীদ হলে আন্দোলন আর কেবল ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তা রূপ নেয় এক গণ-অভ্যুত্থানে।

এই অভ্যুত্থান পাকিস্তানি শাসকগোষ্ঠীর দীর্ঘ ১০ বছরের লৌহ শাসনের ভিতকে নড়বড়ে করে দেয়। আন্দোলনের প্রচণ্ডতায় দিশেহারা হয়ে ফিল্ড মার্শাল আইয়ুব খান শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হন। ফলে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মামলার সকল আসামিকে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়। এই আন্দোলনের পথ ধরেই আইয়ুব খানের পতন ঘটে এবং ১৯৭০-এর নির্বাচনে বাঙালির নিরঙ্কুশ বিজয় ও ১৯৭১-এর সশস্ত্র মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট রচিত হয়।

দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বাণী দিয়েছেন। উনসত্তরের গণ-অভ্যুত্থানকে বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতাসংগ্রামের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে অভিহত করে বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, ‘বায়ান্নর ভাষা আন্দোলন, ঐতিহাসিক ছয় দফা আন্দোলন, পরবর্তীকালে ১১ দফা ও উনসত্তরের গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি মহান স্বাধীনতা।

স্মৃতিবিজড়িত এই দিনে গণ-অভ্যুত্থানের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানসহ সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তাদের এ আত্মত্যাগ এ দেশের তরুণসমাজকে জুগিয়েছে অফুরন্ত সাহস ও অনুপ্রেরণা।’

প্রধান উপদেষ্টা বলেন, আসুন- উনসত্তরের গণ-অভ্যুত্থানের মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে সবাই মিলে একটি সত্যিকারের গণতান্ত্রিক সমাজব্যবস্থা গড়ে তুলতে আত্মনিয়োগ করি।’ 

দিবসটি উপলক্ষে আজ সকাল থেকেই সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। রাজধানীর বকশীবাজারে শহীদ মতিউর রহমান স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণঅভ্যুত্থান দিবস উদযাপন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর