Logo

জাতীয়

ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প অনুভূত

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:২৪

ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প অনুভূত

উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও জেলায় ৩ দশমিক ৪ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে জেলা কেন্দ্রের ৩৩ কিলোমিটার পূর্বে এ মৃদু ভূমিকম্প হয়। 

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা এখনও নিরূপণ করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে এটি অগভীর ভূমিকম্প ছিল। 

অধিকাংশ মানুষ এটি অনুভব না করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ঠাকুরগাঁওয়ের কয়েকজন বাসিন্দা জানিয়েছেন তারা ঝাঁকুনি অনুভব করেছেন। কেউ কেউ বলছেন, ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল।

এর আগে গত ৫ জানুয়ারি সিলেট ও আশপাশের এলাকায় ভোররাতে ভূমিকম্প অনুভূত হয়। ওইদিন ভোর ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের কম্পন ছিল। সিলেটের নগরীসহ জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড়, শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায় কম্পন অনুভূত হয়েছিল।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভূমিকম্প

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর