বেকার তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে চাই : তারেক রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ২১:৩৬
‘দেশে বেকার তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থান নিশ্চিত করতে কাজ করব। মা-বোনদের কাজের জন্য ২০/৩০ হাজার টাকা লোনের ব্যবস্থা করে দিব। যাতে হালাল করে আয় রোজগার করতে পারে। এতে কে কি বললো তা আমাদের যায় আসে না। নতুন নতুন শিল্প স্থাপন, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং বিদেশগামী কর্মীদের জন্য উচ্চ আয়ের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।’ রবিবার রাত ৮টা ৩০ মিনিটের দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেনক রহমান।
জনসভায় তারেক রহমান আরও বলেন, ‘দেশের মানুষ ভালো একটি পরিবর্তন চায় এবং একটি নিরাপদ রাষ্ট্র চায়, যেখানে সবাই শান্তিতে বসবাস, ব্যবসা-বাণিজ্য ও চলাচল করতে পারবে।’
তিনি উল্লেখ করেন, বিগত ১৫ বছরে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আন্দোলন-সংগ্রাম ও শহীদদের ত্যাগের মাধ্যমে ফিরে পাওয়া ভোটাধিকার আগামী ১২ ফেব্রুয়ারি সঠিকভাবে ব্যবহার করতে হবে। তিনি সতর্ক করেন, ভোটের আগে কিছু বাহিনী মা-বোনদের বিভ্রান্ত করার চেষ্টা করছে, এনআইডি ও মুঠোফোন নম্বর সংগ্রহ করছে এবং প্রবাসীদের ব্যালট দখল করেছে।
জনসভায় তারেক রহমান দরিদ্র ও অভাবী পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড চালুর কথা ঘোষণা করেন, যাতে তারা সহায়তা পেয়ে স্বাবলম্বী হতে পারে। এছাড়া দেশের কৃষকদের জন্য কৃষক কার্ডের মাধ্যমে সার, বীজ, কীটনাশক, ঋণ ও বিমাসুবিধা দেওয়ার পরিকল্পনার কথাও জানান। জলাবদ্ধতা নিরসন ও কৃষিসুবিধা বাড়াতে পুনরায় খাল খনন কর্মসূচি চালানোর বিষয়েও তিনি আলোচনা করেন।
সোহাইবুল ইসলাম সোহাগ/এসএসকে/

