ভোট গণনা কক্ষে সাংবাদিকদের মোবাইল-ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৯:৩৮
ছবি : বাংলাদেশের খবর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গণনার সময় সাংবাদিকদের জন্য কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনা অনুযায়ী, গণনা কক্ষে উপস্থিত থাকলেও সাংবাদিকরা কোনো মোবাইল ফোন, কলম কিংবা ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবেন না। তবে কাজের প্রয়োজনে পেন্সিল ব্যবহারের অনুমতি থাকবে।
সম্প্রতি নির্বাচন কমিশনের উপসচিব মো. মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা রিটার্নিং কর্মকর্তাদের জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনার সময় গণনা কক্ষে উপস্থিত ব্যক্তিদের মধ্যে কেবল প্রিজাইডিং অফিসার ও সহায়ক কর্মকর্তারা মোবাইল ফোন ও কলম ব্যবহার করতে পারবেন। সাংবাদিক, পর্যবেক্ষক, পোলিং অফিসার ও পোলিং এজেন্টসহ অন্য কেউ মোবাইল ফোন, কলম বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবেন না।
তবে সাংবাদিক ও পর্যবেক্ষকরা তাঁদের দায়িত্ব পালনের প্রয়োজনে পেন্সিল সঙ্গে রাখতে পারবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
এদিকে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। এরপর প্রচারণা বন্ধ থাকবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
এসআইবি/এমবি

