Logo

জাতীয়

ভোটারদের কেন্দ্রে আনতে প্রার্থীরা যানবাহন ব্যবহার করতে পারবেন না : ইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১১:৩৫

ভোটারদের কেন্দ্রে আনতে প্রার্থীরা যানবাহন ব্যবহার করতে পারবেন না : ইসি

ভোটারদের কেন্দ্রে আনতে প্রার্থীরা যানবাহন ব্যবহার করতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৬ জানুয়ারি) ইসির উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো পরিপত্র-১৫ থেকে এ তথ্য জানা যায়।

পরিপত্রে বলা হয়, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট এবং সমর্থকগণ যাতে ভোটারদের ভোটকেন্দ্রে আনার জন্য কোনো প্রকার যানবাহন ব্যবহার করতে না পারেন অথবা আচরণবিধিমালার পরিপন্থী কোনো কার্যক্রম না করেন— সে বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের করণীয় ও বর্জনীয় দিকগুলো উল্লেখ করে সতর্ক করে দিতে হবে। অন্যথায় আচরণবিধিমালা ভঙ্গের দায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিপত্রে আরও বলা হয়, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী অথবা তার পক্ষে অন্য কেউ নির্বাচনী ক্যাম্প স্থাপন করতে পারবেন না। নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল বা এ ধরনের কোনো প্রচারপত্র থাকলে তা ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই সরিয়ে ফেলতে হবে।

পরিপত্রে জানানো হয়, ভোটকেন্দ্রে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যতীত অন্য কোনো প্রকার বাক্স ব্যবহার করা যাবে না। এজন্য একই ধরনের ভিন্ন ভিন্ন নম্বরযুক্ত স্বচ্ছ ব্যালট বাক্স ইতোমধ্যে জেলা পর্যায়ে প্রেরণ করা হয়েছে। প্রত্যেক ভোটকক্ষের জন্য একটি করে এবং প্রতিটি ভোটকেন্দ্রের জন্য একটি অতিরিক্ত হিসেবে ব্যালট বাক্স প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ভোটকক্ষে একসঙ্গে একাধিক ব্যালট বাক্স ব্যবহার করা যাবে না।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর