Logo

জাতীয়

নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১৪:০১

নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) সারাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এ ছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের ভোট দেওয়ার সুবিধার্থে ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশেষ ছুটি দেওয়া হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান এবং সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে সরকারি ছুটি থাকবে। একই সাথে সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্যও এই ছুটি কার্যকর হবে।

অন্যদিকে, শিল্পাঞ্চলে কর্মরত বিপুল সংখ্যক শ্রমিকের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাতায়াত ও ভোটদান নিশ্চিত করতে ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে শিল্পাঞ্চলের শ্রমিকরা টানা তিন দিনের (১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি) ছুটি পাচ্ছেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারাদেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের পর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় এবার নির্বাচনকে কেন্দ্র করে টানা চার থেকে পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে।

উপদেষ্টা পরিষদের সভায় জানানো হয়, ভোটারদের যাতায়াত সহজ করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই বাড়তি ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে ঢাকা ও বিভিন্ন শিল্পাঞ্চল থেকে ভোটাররা যাতে নির্বিঘ্নে নিজ এলাকায় পৌঁছাতে পারেন, সেটিই সরকারের মূল লক্ষ্য।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সরকারি ছুটি ছুটির খবর জনপ্রশাসন মন্ত্রণালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর