ত্রয়োদশ সংসদ নির্বাচন
৪ লাখ ২৫ হাজার প্রবাসীর ভোটদান সম্পন্ন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১২:১১
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের ভোট প্রদানের প্রক্রিয়া পুরোদমে চলছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোটার তাদের ভোট দান সম্পন্ন করেছেন।
মঙ্গলবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রকল্পের তথ্য অনুযায়ী, ২৭ জানুয়ারি সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রবাসীদের ভোট প্রদানের চিত্রটি নিম্নরূপ—
- ব্যালট পৌঁছানো : নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসীর গন্তব্যের দেশে এরই মধ্যে পোস্টাল ব্যালট পৌঁছেছে।
- ব্যালট গ্রহণ : মোট ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ভোটার তাঁদের ব্যালট হাতে পেয়েছেন।
- ভোট প্রদান : ব্যালট গ্রহণকারীদের মধ্যে ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
- ডাক বাক্সে জমা : ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন ভোটার তাঁদের পূরণকৃত ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।
- দেশে আগমন : প্রবাসে সম্পন্ন হওয়া ভোটের মধ্যে ২১ হাজার ৫০৮ জন ভোটারের ব্যালট এরই মধ্যে বাংলাদেশে পৌঁছেছে।
সালীম আহমাদ খান আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশ ও বিদেশ মিলিয়ে সর্বমোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন এবার আধুনিক প্রযুক্তি ও ডাক বিভাগের সমন্বয়ে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
এমএইচএস

