ভুয়া তথ্যে কানাডার ভিসা আবেদন, ৬০০ বাংলাদেশির পাসপোর্ট ফেরত
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০০:০৩
ফাইল ছবি
সিঙ্গাপুরে অবস্থিত কানাডিয়ান হাইকমিশন ভুয়া তথ্য দিয়ে ভিসার আবেদনকারী ৬০০ বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর কাছে পাঠিয়েছে। পাসপোর্টগুলোতে দেওয়া তথ্য, সার্টিফিকেট ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট ভুয়া বলে প্রমাণিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ চাঞ্চল্যকর তথ্য জানান লুৎফে সিদ্দিকী।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে কানাডার ভিসার আবেদন সংক্রান্ত পাসপোর্ট সিঙ্গাপুরে পাঠাতে হয়। একটি সংঘবদ্ধ দালালচক্র ভুয়া তথ্য, সার্টিফিকেট ও ডকুমেন্ট ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্টে কানাডার ভিসার জন্য সিঙ্গাপুরের হাইকমিশনে আবেদন করছে।
লুৎফে সিদ্দিকী আরও জানান, ধরা পড়ার আশঙ্কা দেখা দিলে তারা পাসপোর্ট সংগ্রহ করতে যায় না। এরপর পাসপোর্ট হারিয়ে গেছে এমন অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে নতুন পাসপোর্ট সংগ্রহ করে আবারও ভুয়া ভিসার আবেদন চালানোর চেষ্টা করে।
তিনি বলেন, বিষয়টি তদন্তে সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ৬০০টি পাসপোর্টধারী কারা এবং কার মাধ্যমে তারা এই অপকর্মে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় হাতে গোনা কয়েকজন দালাল জড়িত।
লুৎফে সিদ্দিকী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এমন ধারণা তৈরি হয়েছে যে, বাংলাদেশ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয় না। এছাড়া বিদেশে যত দ্রুত সম্ভব মানুষ পাঠানোর দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়, তাদের কল্যাণের বিষয় উপেক্ষিত থাকে।
তিনি আরও বলেন, “এখন আমাদের প্রমাণ করতে হবে যে, অবৈধ অভিবাসনের বিরুদ্ধে আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা লিগ্যাল ও স্কিলড মাইগ্রেশন নিয়ে কাজ করছি এবং ইতালিয়ান সরকারের সঙ্গে কার্যকর সমঝোতা রয়েছে। এটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।”
এএস/

