যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেয় না : রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১৫:১০
ছবি : বাংলাদেশের খবর
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেয় না। নির্বাচনের ফলাফল নির্ধারণ করবেন বাংলাদেশের জনগণ। বাংলাদেশের মানুষ নিজেদের প্রতিনিধি হিসেবে যে সরকারকেই নির্বাচিত করুক না কেন, আমরা তাদের সঙ্গেই কাজ করতে প্রস্তুত।
বুধবার (২৮ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে মার্কিন দূতাবাসের তিন সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার যেসব নীতি ও প্রক্রিয়া গ্রহণ করেছে, তিনি আমাকে সে সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। আসন্ন নির্বাচন নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত এবং নির্বাচনের ফলাফল দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
তিনি আরও বলেন, ‘গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় তিনি আমাকে বলেছিলেন যে, তিনি আশা করেন নির্বাচনের দিনটি একটি উৎসবমুখর দিন হবে। আমি তার সেই আশার সঙ্গে একমত। আমি আশা করি এটি সত্যিই একটি উৎসবমুখর দিন হবে, যেখানে বাংলাদেশের জনগণ নির্ভয়ে গিয়ে নিজেদের মত প্রকাশ করতে পারবে। আমি আপনাদের একটি সফল নির্বাচনের শুভকামনা জানাই।’
বৈঠকে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন— রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মু ও ফিরোজ আহমেদ। অন্যদিকে সিইসি’র সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
এসআইবি/এমএইচএস

