Logo

জাতীয়

সরকারি কর্মকর্তাদের ৫ বছরের বেশি চাকরি করা উচিত নয় : প্রধান উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১৫:৪৬

সরকারি কর্মকর্তাদের ৫ বছরের বেশি চাকরি করা উচিত নয় : প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত

সরকারি কর্মকর্তাদের একই পদে বা একই প্রতিষ্ঠানে দীর্ঘসময় থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি মনে করেন, পাঁচ বছরের বেশি এক জায়গায় চাকরি করলে সৃজনশীলতা নষ্ট হয় এবং মানসিকতায় স্থবিরতা চলে আসে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) আয়োজিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, “সরকারি কর্মকর্তাদের পাঁচ বছরের বেশি সরকারি চাকরি করা উচিত নয়। এর বেশি সময় থাকলে তাদের একটি নির্দিষ্ট ‘মাইন্ডসেট’ তৈরি হয়ে যায়, যা নতুন উদ্ভাবন বা সৃজনশীল কাজের পথে বাধা হয়ে দাঁড়ায়। প্রতিটি প্রতিষ্ঠানকে অন্তত ১০ বছর পরপর নতুন করে শুরু করা উচিত। কারণ সময়ের সাথে লক্ষ্য পরিবর্তিত হলেও অনেক ক্ষেত্রে কর্মকর্তারা পুরোনো ধ্যান-ধারণা নিয়েই চেয়ারে বসে থাকেন।”

চাকরির প্রথাগত ধারণার সমালোচনা করে প্রধান উপদেষ্টা বলেন, ‘সবার জন্য চাকরি নিশ্চিত করার ধারণা একটি ভুল পদ্ধতি। এটি অনেকটা দাস প্রথার শামিল। আমাদের লক্ষ্য হওয়া উচিত উদ্যোক্তা হওয়া। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারকে সব ধরনের সহায়তা করতে হবে।’

তথ্যপ্রযুক্তি খাতের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘ডিজিটাল খাতই বর্তমানে দেশের মূল চালিকাশক্তি। এখান থেকেই বড় পরিবর্তনগুলো আসবে এবং অন্য সব খাতকে প্রভাবিত করবে। জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করার পর যে তীব্র জনরোষ তৈরি হয়েছিল, তাতেই প্রমাণ হয় তথ্যপ্রযুক্তির শক্তি কতটুকু। সেই শক্তির কারণেই মহাশক্তিশালী এক সরকারের পতন ঘটেছিল।’

পাহাড়ি অঞ্চলের শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের হাজার হাজার স্কুলের মধ্যে মাত্র কয়েকটিতে ইন্টারনেট সুবিধা ছিল। অথচ যেখানে পর্যাপ্ত শিক্ষক নেই, সেখানে ইন্টারনেটই হতে পারে শ্রেষ্ঠ শিক্ষক। এই বৈষম্য আমাদের দূর করতে হবে।’

এ সময় তিনি প্রযুক্তিখাতে ‘জালিয়াতি’ বন্ধ করার কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘বাংলাদেশ জালিয়াতিতে সেরা হয়েছে— এমন বদনাম যেন আমাদের না থাকে। প্রযুক্তিতে বিশ্বসেরা হতে হলে এই জালিয়াতি বন্ধ করে আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে।’

অনুষ্ঠানে আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এছাড়া বিএইচটিপিএ-র ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ ভূঞা এবং বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলামও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান উপদেষ্টা ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’-এর ওয়েবসাইট ও লোগো উন্মোচন করেন এবং প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অন্তর্বর্তী সরকার ড. ইউনূস প্রধান উপদেষ্টা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর