Logo

জাতীয়

রোববারের মধ্যে সাংবাদিকদের কার্ড জটিলতা সমাধানের আল্টিমেটাম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১৮:২৩

রোববারের মধ্যে সাংবাদিকদের কার্ড জটিলতা সমাধানের আল্টিমেটাম

ছবি : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিকদের জন্য নির্বাচন কমিশনের (ইসি) চালু করা অনলাইন কার্ড ও গাড়ির স্টিকার আবেদনের পদ্ধতিকে কেন্দ্র করে তৈরি হয়েছে চরম ভোগান্তি। এ জটিলতা আগামী রোববারের মধ্যে সমাধান না হলে নির্বাচনসংক্রান্ত সংবাদ সংগ্রহ, কভারেজ ও সম্প্রচার বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক সংগঠনগুলোর নেতারা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক নেতারা এসব কথা জানান।

নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সভাপতি কাজী জেবেল বলেন, সাংবাদিক নীতিমালা সংশোধনের দাবি দীর্ঘদিনের হলেও এ বিষয়ে একাধিকবার আলোচনা সত্ত্বেও এখনো কোনো অগ্রগতি হয়নি।

তিনি বলেন, সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে কোনো চূড়ান্ত আলোচনা ছাড়াই নির্বাচন কমিশন অনলাইনের মাধ্যমে কার্ড ও গাড়ির স্টিকার আবেদনের জন্য নতুন একটি অ্যাপ চালু করেছে। অ্যাপটি মোটেও ইউজার-ফ্রেন্ডলি নয়। বর্তমানে এতে নানা সমস্যা দেখা দিচ্ছে, যা ভবিষ্যতে আরও জটিলতা সৃষ্টি করবে।

কাজী জেবেল আরও বলেন, সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে— আগামী রোববারের মধ্যে সমস্যার সমাধান না হলে সাংবাদিক নেতারা বৈঠকে বসে নির্বাচনসংক্রান্ত সংবাদ সংগ্রহ ও সম্প্রচার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম বলেন, নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের দায়িত্ব পালনের জন্য যে কার্ড ও গাড়ির স্টিকার দেওয়া হয়, সেটির ক্ষেত্রে এবার হঠাৎ করে নতুন অনলাইন পদ্ধতি চালু করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনের কাছে পরিষ্কারভাবে জানিয়েছি— এ পদ্ধতিটি মোটেও ব্যবহারযোগ্য নয়।

তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে সব সাংবাদিককে কার্ড দেওয়া বাস্তবসম্মত নয়। তাই আগের মতো সহজ ও কার্যকর পদ্ধতিতে কার্ড ও স্টিকার দেওয়ার দাবি জানানো হয়েছে।

শহিদুল ইসলাম আরও জানান, নির্বাচন কমিশন স্বীকার করেছে যে নতুন নীতিমালার কারণে কিছু সমস্যা তৈরি হয়েছে এবং তারা আশ্বস্ত করেছে— আগামী রোববারের মধ্যেই, সম্ভব হলে তার আগেই, এ জটিলতাগুলোর সমাধান করা হবে। অন্যথায় সাংবাদিক সংগঠনগুলো আবার বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণমাধ্যম সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর