Logo

জাতীয়

৫০তম বিসিএস প্রিলিমিনারি আজ, পরীক্ষার্থী ২ লাখ ৯০ হাজার

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:২৬

৫০তম বিসিএস প্রিলিমিনারি আজ, পরীক্ষার্থী ২ লাখ ৯০ হাজার

ছবি : সংগৃহীত

দেশব্যাপী আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ৫০তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর প্রিলিমিনারি পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা ও সাত বিভাগীয় শহরের মোট ১৯০টি কেন্দ্রে একযোগে চলবে দুই ঘণ্টার এই বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) তথ্যমতে, এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী।

পিএসসির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে ম্যাজিস্ট্রেট, কেন্দ্র পরিদর্শক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রার্থীদের সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে। সময় শেষে কেন্দ্রের মূল গেট বন্ধ করে দেওয়া হবে।

পরীক্ষাকেন্দ্রে বই, নোট, যেকোনো ধরনের ঘড়ি (এনালগ/ডিজিটাল), মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস বা ব্যাংক কার্ড সদৃশ বস্তু, গয়না, চাবি ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে প্রার্থিতা বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি কক্ষে দেয়াল ঘড়ি থাকবে। এছাড়া, পরীক্ষার সময় দুই কান দৃশ্যমান রাখতে হবে, কানে কোনো ধরনের শ্রবণযন্ত্র বা আবরণ ব্যবহার করা যাবে না।

এই বিসিএসে মোট ২ হাজার ১৫০ জন নিয়োগ পাবেন। ক্যাডার পদ রয়েছে ১ হাজার ৭৫৫টি। এর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে সর্বোচ্চ ৬৫০ জন, প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগ দেওয়া হবে।

৫১তম বিসিএস আসার আগেই ৫০তম বিসিএসের পুরো প্রক্রিয়া শেষ করতে চায় পিএসসি। কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম জানান, 'ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার' লক্ষ্য বাস্তবায়নে তারা কাজ করছেন। বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফল ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়া ১২ মাসের মধ্যে শেষ করার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিসিএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর