Logo

জাতীয়

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১২:২৪

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অর্জনের ঝুড়িতে যুক্ত হলো আরও একটি সাফল্যের পালক। ২০২৬ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (ইউএনপিবিসি) সহ-সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে কমিশনের বার্ষিক সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

২০২৬ মেয়াদে এই গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের নির্বাচিত হওয়া বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ঢাকার জোরালো ভূমিকা ও নেতৃত্বের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শান্তি বিনির্মাণ এবং টেকসই শান্তি বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশ দীর্ঘকাল ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে শান্তি রক্ষা মিশনে সেনা ও পুলিশ পাঠিয়ে বাংলাদেশের যে অবদান, তা বিশ্বজুড়ে স্বীকৃত।

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশন মূলত যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে শান্তি রক্ষা এবং পুনর্গঠন প্রক্রিয়ায় সহায়তা করে থাকে। সহ-সভাপতি হিসেবে বাংলাদেশ এখন থেকে কমিশনের নীতিনির্ধারণী পর্যায়ে আরও সক্রিয় ভূমিকা রাখার সুযোগ পাবে। এছাড়াও সংঘাতপূর্ণ দেশগুলোতে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা আনয়নে আন্তর্জাতিক তহবিল সংগ্রহ এবং কৌশল নির্ধারণেও অংশ নেবে ঢাকা।

এই অর্জনকে বাংলাদেশের সফল কূটনীতির বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করা হয়েছে। বাংলাদেশের এই সদস্যপদ ও নেতৃত্ব শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।

উল্লেখ্য, বাংলাদেশ এর আগেও বিভিন্ন মেয়াদে এই কমিশনের সদস্য এবং সভাপতির দায়িত্ব পালন করেছে, যা বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় দেশটির অবদানের ধারাবাহিকতা বজায় রেখেছে।

সূত্র : ইউএনবি

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতিসংঘ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর