চট্টগ্রাম বন্দর : আন্দোলনকারী কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ২৩:৫৪
ছবি: সংগৃহীত
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি ব্যবস্থাপনায় দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনকারী শ্রমিক ও কর্মকর্তাদের শাস্তির আওতায় আনার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বন্দরের সব কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন পরিচালক (প্রশাসন) ওমর ফারুক।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৯ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় অফিস চলাকালীন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আওতাধীন এনসিটি প্রজেক্ট বিষয়ক একটি রিটে হাইকোর্টের রায়কে কেন্দ্র করে কতিপয় কর্মচারী বন্দর ভবন, ফয়ারে এবং বন্দর ভবন এলাকায় মিছিলে অংশগ্রহণ করে। তারা আদালতের রায়ের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে, দলবদ্ধভাবে মহড়া দিয়ে বিশৃঙ্খলা ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করে। এছাড়া সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন, মিটিং-মিছিলে অংশগ্রহণ এবং গণমাধ্যমে বক্তব্য বা পোস্ট প্রদান করা হয়েছে। এসব কর্মকাণ্ডকে সুস্পষ্ট পেশাগত অসদাচরণ এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বর্ণনা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব কর্মকাণ্ডের মাধ্যমে বন্দরের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা হচ্ছে এবং রাষ্ট্রীয় স্বার্থ বিরোধী কাজ করা হচ্ছে। পূর্বেও কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে সতর্ক করা হয়েছে। এ অবস্থায় বন্দরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরূপ কর্মকাণ্ড থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। অন্যথায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এএস/

