Logo

জাতীয়

১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁসের বিষয়ে যা জানাল ইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ২৩:২৬

১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁসের বিষয়ে যা জানাল ইসি

ছবি: সংগৃহীত

নির্বাচনে সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড পেতে অনলাইনে আবেদন করা প্রায় ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, সাংবাদিকদের কার্ড পাওয়ার জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া দুই দিন আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে পর্যবেক্ষকদের কার্ড পেতে অনলাইন আবেদন চালু ছিল। শনিবার আইটি টিম পর্যবেক্ষকদের আবেদন প্রক্রিয়াটিও বন্ধ করার জন্য সার্ভারে প্রবেশ করে। সে সময় সার্ভারে কয়েকজন ব্যবহারকারী সক্রিয় ছিলেন। তাঁরা এডমিন প্যানেল দেখতে পেয়ে একটি স্ক্রিনশট নিয়ে তা ছড়িয়ে দেন। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে সেখানে আর কেউ প্রবেশ করতে পারছে না।

এর আগে শনিবার বিকেল চারটার দিকে কয়েকজন সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ডের আবেদনকারীরা pr.ecs.gov.bd ওয়েবসাইটে লগইন করে সেখানে সাংবাদিকদের অনলাইন আবেদনের পূর্ণ তালিকা দেখতে পান। সংশ্লিষ্টদের দাবি, ওই সময় আবেদনে দেওয়া নাম, পরিচয়, মোবাইল নম্বরসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য উন্মুক্ত অবস্থায় ছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের কার্ড বিতরণে সাংবাদিকদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই অনলাইনে আবেদন প্রক্রিয়া চালু করে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা। তবে প্রক্রিয়াটি জটিল ও ত্রুটিপূর্ণ হওয়ায় সাংবাদিকদের ব্যাপক আপত্তির মুখে তা বন্ধ করতে বাধ্য হয় ইসি।

পরবর্তীতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়, আগের মতো অফলাইন পদ্ধতিতেই সাংবাদিকরা নির্বাচন কমিশন থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন।

এ বিষয়ে বিস্তারিত জানাতে রোববার (১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের কার্ড বিতরণসংক্রান্ত একটি সংবাদ সম্মেলন করবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর