বাংলাদেশের খবর

আপডেট : ০৯ নভেম্বর ২০১৭

মেঘনা পেট্রোলিয়ামের ১১০% লভ্যাংশ ঘোষণা


জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

গত হিসাব বছরের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ ১১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে।

১১০ শতাংশ নগদ লভ্যাংশের অর্থ হলো প্রতি শেয়ারে ১১ টাকা করে পাবেন বিনিয়োগকারীরা।

লভ্যাংশ ঘোষণার পর শেয়ারটির দর আগের দিনের চেয়ে ৩ টাকা ৬০ পয়সা বেড়ে বৃহস্পতিবার বেলা ১টা ৩২ মিনিট নাগাদ ১৯৮ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়।

মেঘনা পেট্রোলিয়াম ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ২০ টাকা ২৮ পয়সা; শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) রয়েছে ৯১ টাকা ৩৫ পয়সা।
মেঘনা পেট্রোলিয়ামের বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে ২০ জানুয়ারী। এর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

বুধবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশ ঘোষণার সঙ্গে মেঘনা পেট্রোলিয়ামের প্রথম প্রান্তিকের (জুলাই সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও প্রকাশ করা হয়।

প্রতিবেদনে এই তিন মাসে ৬ টাকা ৩ পয়সা ইপিএস দেখিয়েছে, যা আগের বছর এই সময় ছিল ৫ টাকা ৪ পয়সা।

প্রথম প্রান্তিক শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট কার্যকরী অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) দ্বিগুণের বেশি বেগে ৪৫ টাকা ৯৯ পয়সা হয়েছে, যা আগের একই সময়ে ছিল ২০ টাকা ৭৮ পয়সা।

এই সময়ে শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) বেড়ে ৯৭ টাকা ৩৮ পয়সা হয়েছে, যা আগের একই সময়ে ছিল ৮৬ টাকা ৬১ পয়সা।

পুঁজিবাজারে ২০০৭ সালে তালিকাভুক্ত এ ক্যাটাগরির কোম্পানিটি আগের বছর ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১