Logo

সারাদেশ

‘আমি পালাইনি’ ভিডিওকলে সেচ্ছাসেবকলীগ নেতা

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৭:৪০

‘আমি পালাইনি’ ভিডিওকলে সেচ্ছাসেবকলীগ নেতা

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান মিঠু মালিথা ভারতে পালিয়ে গেছেন এবং তাকে পালাতে সহযোগিতা করার অভিযোগ উঠেছে মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে। 

এমন খবরে রোববার (২ মার্চ) বিভিন্ন দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশ হলে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। শুরু হয়েছে সমালোচনা। 

এদিকে ‘সেচ্ছাসেবকলীগ নেতাকে ভারতে পাচার’ সংক্রান্ত খবরটিকে মিথ্যা দাবি করে প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছেন মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া। 

ওই সংবাদ সম্মেলন চলাকালে সেচ্ছাসেবকলীগ নেতা আনিছুর রহমান মিঠু মালিথা এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি কোথায় পালাইনি। আমি কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর গ্রামের বাড়িতেই আছি।’

রোববার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, ‘আমি ফ্যাসিবাদ বিরোধী লড়াই করতে গিয়ে সাংবাদিক ও রাজনৈতিক কর্মী হিসেবে নির্যাতনের শিকার হয়েছি। ১২টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। পুলিশ গুমের উদ্দেশ্যে আমাকে আটক করেছিল। সে যাত্রায় আমি ঝিনাইদহের সিনিয়র সাংবাদিকদের একান্ত সহায়তা ও আল্লাহ পাকের ইচ্ছায় প্রাণে রক্ষা পেয়েছিলাম। 

সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি রাজনৈতিক কর্মী হিসেবে মহেশপুরে কোনো জুলুমবাজি, প্রতিহিংসা ও অনৈতিকতার সুযোগ গ্রহণ করেননি। স্বচ্ছ ও জবাবদিহিতার রাজনীতি করা কারণে একটি মহল মিথ্যা অপপ্রচারে লিপ্ত। সেই দৃষ্টিকোণ থেকে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বিএনপি নেতার প্রটোকলে ভারতে পালিয়ে গেল স্বেচ্ছাসেবক লীগ নেতা’ ও ‘স্বেচ্ছাসেবকলীগ নেতাকে পালাতে সহযোগিতার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে’ শিরোনামে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত খবর প্রচার করা হয়। 

বিএনপি নেতা জিয়া দাবি করেন, সেচ্ছাসেবকলীগ নেতা ও মাইটিভির জেলা প্রতিনিধি মিঠু মালিথার সঙ্গে তার কেবলই পেশাগত সম্পর্ক। এর বাইরে কিছু নেই। মিঠুকে ভারতে পালিয়ে যেতে আমি সহায়তা করেছি বলে যে তথ্য প্রচার করা হয়েছে তা একেবারেই ডাহা মিথ্যা। একটি বিশেষ মহল ও ফ্যাসিবাদের দোসর সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে সম্মানহানি করার জন্য এই মিথ্যা অপপ্রচার করেছেন।

এদিকে সেচ্ছাসেবকলীগ নেতা আনিছুর রহমান মিঠু মালিথা সংবাদ সম্মেলন চলাকালে এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি কোথাও পালাইনি। আমি কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর গ্রামের বাড়িতেই আছি। ভিডিও কলে তিনি বাড়িতে থাকার প্রমাণ দেন এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতিসহ একাধিক সদস্যের সঙ্গে কথা বলে তার পালিয়ে যাওয়ার খবরে বিস্ময় প্রকাশ করেন।’ 

আনিছুর রহমান মিঠু মালিথা বলেন, ‘তিনি রাজনীতি করলেও প্রতিহিংসা বা হানাহানির রাজনীতিতে বিশ্বাসী নয়।’

এম বুরহান উদ্দীন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর