
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৬-৭ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্থানীয়রা। বর্তমানে তারা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীনাথপুর গ্রামের এলকাছ মিয়ার গোষ্ঠীর সঙ্গে একই গ্রামের মো. মুরছালিন মিয়া, মনছুর উদ্দিন ও ইয়াস উদ্দিনের (মড়লবাড়ির) গোষ্ঠীর দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। সোমবার (৩ মার্চ) দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে, যা সালিশের মাধ্যমে মীমাংসার কথা ছিল। তবে তা না হওয়ায় মঙ্গলবার বিকেলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, বিকেলে এলকাছ মিয়ার গোষ্ঠীর নারীরা প্রতিপক্ষকে উদ্দেশ্য করে গালিগালাজ করলে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পুরনো বিরোধ মাথাচাড়া দিয়ে ওঠে এবং দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, সংঘর্ষের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আব্দুল হালিম/এমবি