Logo

আন্তর্জাতিক

সহস্রাধিক নিহতের পর শান্তির ডাক সিরিয়ার প্রেসিডেন্টের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১৬:০৭

সহস্রাধিক নিহতের পর শান্তির ডাক সিরিয়ার প্রেসিডেন্টের

সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জাতীয় ঐক্য ও শান্তির আহ্বান জানিয়েছেন। নিরাপত্তা বাহিনী ও সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগতদের মধ্যে গত কয়েক দিন ধরে চলা সংঘর্ষে এক হাজারের বেশি মানুষ নিহত হওয়ার পর রোববার তিনি এ আহ্বান জানান।  

দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের অধিকাংশই আলাউইত সম্প্রদায়ভুক্ত। যা সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের গোত্র বলে অধিক পরিচিত।

দামেস্কের একটি মসজিদে দেওয়া ভাষণে শারা বলেন, ‘আমাদের যতটা সম্ভব জাতীয় ঐক্য ও নাগরিক শান্তি রক্ষা করতে হবে। আল্লাহর ইচ্ছায়, আমরা এই দেশে একসঙ্গে বসবাস করতে সক্ষম হব।’

যুক্তরাজ্য-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, শুক্রবার ও শনিবার আলাউইতদের লক্ষ্য করে প্রায় ৩০টি ‘গণহত্যায়’ প্রায় ৭৪৫ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।

বিবিসি বলছে, চলমান সংঘাতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নিজের এলাকা বলে পরিচিত — যিনি নিজেও আলাউইত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত — এই অঞ্চলে শত শত মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত দুই দিনে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। যা গত বছরের ডিসেম্বরে বিদ্রোহীদের হাতে আসাদ সরকারের উৎখাতের পর থেকে সিরিয়ায় সবচেয়ে ভয়াবহ সহিংসতা।

প্রাণহানির এই সংখ্যার মধ্যে বহু সংখ্যক সরকারি সেনা এবং আসাদের অনুগত বন্দুকধারীরাও অন্তর্ভুক্ত রয়েছেন যারা গত বৃহস্পতিবার থেকে উপকূলীয় লাতাকিয়া ও তারতুস প্রদেশে সংঘর্ষে লিপ্ত রয়েছেন।

এসওএইচআর-এর প্রতিবেদন অনুসারে, সহিংসতায় ইসলামপন্থী নেতৃত্বাধীন সরকারি নিরাপত্তা বাহিনীর প্রায় ১২৫ সদস্য ও আসাদপন্থী ১৪৮ যোদ্ধা নিহত হয়েছেন।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর