
রাজধানীর কমলাপুর স্টেশনে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় কয়েকটি আন্তঃনগর ট্রেনের সময় বিলম্বিত হচ্ছে। বুধবার (১৯ মার্চ) দুপুর আড়াইটায় এ তথ্য নিশ্চিত করেন কমলাপুর স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন।
তিনি বলেন, মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় আপ ও ডাউন দুই লাইনে প্রায় দেড় ঘণ্টা সময় ট্রেন চলাচল বন্ধ ছিল। বর্তমানে দুই লাইনে ট্রেন চালানোর ব্যবস্থা করছে কর্তৃপক্ষ।
এদিকে, ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে কয়েকটি আন্তনগর ট্রেন নির্দিষ্ট সময়ের পরে ছেড়ে যাবে। বনলতা এক্সপ্রেস, রাজশাহী কমিউটার, চট্টলা ও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন সময় কিছুটা বিলম্বিত হবে বলে জানান কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ।
- এনএমএম/এমজে