বাংলাদেশের খবর

আপডেট : ১৬ মে ২০১৮

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলা

এক দিনে ৩০ লাখ গাছের চারা রোপণের সিদ্ধান্ত

চারা গাছ প্রতীকী ছবি


জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদের স্মরণে এক দিনে ৩০ লাখ গাছের চারা রোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ জুন সারা দেশে এ বৃক্ষরোপণ করা হবে।

সংসদ সচিবালয়ে গতকাল মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ড. মোহাম্মদ হাছান মাহমুদ। বৈঠকে কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নবী নেওয়াজ, মো. ইয়াহ্ইয়া চৌধুরী, অ্যাডভোকেট টিপু সুলতান ও মো. ইয়াসিন আলী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কমিটির সদস্য টিপু সুলতান সাংবাদিকদের জানান, জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ঝুঁকিতে আছে বাংলাদেশ। এই ঝুঁকি মোকাবেলায় আগেই বৃক্ষরোপণের বিষয়ে আলোচনা হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ জুন সারা দেশে একযোগে ৩০ লাখ গাছ লাগানো হবে। মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া বর্যা মৌসুমে পাহাড় ধস মোকাবেলায় আগাম প্রস্তুতি নেওয়ার জন্য মন্ত্রণালয়কে সতর্ক করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১