Logo

সারাদেশ

টাঙ্গাইলে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৫:১০

টাঙ্গাইলে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

নিহত গৃহবধূ। ছবি : বাংলাদেশের খবর

টাঙ্গাইলের মির্জাপুরে বারই খাল থেকে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি গত ৩ দিন আগে নিখোঁজ হওয়া গোলাপী বেগমের বলে শনাক্ত করেছেন তার স্বামী আব্দুল কাদের।

রোববার (২৬ অক্টোবর) সকাল ৮টার দিকে মির্জাপুর পৌরসদরের বারই খালের বাইমহাটি অংশে (শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের দক্ষিণ পূর্ব পাশে) কচুরিপানার সাথে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। 

পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। এসময় তার গলায় ওড়না প্যাঁচানো ও একপা জিআই তার দিয়ে বাঁধা ছিল। মুখেও আঘাতের চিহ্ন দেখা গেছে।

গোলাপী বেগমের মা সমলা বেগম বলেন, ‘গত বৃহস্পতিবার সন্ধ্যার পর তার মেয়ে নিখোঁজ হয়। নিখোঁজের কিছুক্ষণ পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এছাড়া খাল পাড় হওয়ার জন্য তাদের ব্যবহৃত নৌকাটিও তখন থেকেই নিখোঁজ ছিল। বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে নৌকাটি বাইমহাটি প্রফেসর পাড়া এলাকার ব্রিজের সামনে কচুরিপানায় আটকে থাকা অবস্থায় দেখতে পায় তারা। ঘটনার দিন রাতেই মির্জাপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন গোলাপীর বাবা বিষা মিয়া।’

পারিবারিক কলহ ছিল কিনা নিহতের স্বামী আব্দুল কাদেরের কাছে জানতে চাইলে বলেন, ‘বিষয়টি এখনি বলা যাবে না।’ তবে তিনি তার স্ত্রীর নিরাপত্তা নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন বলে তার সাথে কথা বলে জানা যায়।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘এটি একটি হত্যাকাণ্ডের ঘটনা। এই হত্যার রহস্য উদঘাটনে আমরা তদন্ত করছি। মরদেহের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’

  • রাব্বি ইসলাম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর