Logo

নতুন আলো

ছবি ও সাজে শিশুরা তুলে ধরল বর্ষার সৌন্দর্য ও সামাজিক বার্তা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৮:০৪

ছবি ও সাজে শিশুরা তুলে ধরল বর্ষার সৌন্দর্য ও সামাজিক বার্তা

বর্ষার রঙ ও সৌন্দর্যকে কেন্দ্র করে শিশু-কিশোরদের সৃজনশীলতা এবং সামাজিক সচেতনতা ফুটিয়ে তোলা হয়েছে ‘বর্ষাবরণ সাংস্কৃতিক উৎসব ১৪৩২’-এ। 

আরশিনগর, শিল্পপুরাণ ও বাংলাদেশের খবর-এর যৌথ উদ্যোগে এ উৎসব আয়োজন করা হয়। 

শুক্রবার (২২ আগস্ট) ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বাংলাদেশের খবর কার্যালয়ে অনুষ্ঠিত উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে ‘চিত্রাঙ্কন’ ও ‘যেমন খুশি সাজো’ প্রতিযোগিতায় শিশু-কিশোররা তাদের কল্পনা ও সৃজনশীলতার মাধ্যমে বর্ষার পরিবেশ, দেশের ইতিহাস, নাগরিক সচেতনতা এবং পরিবেশ রক্ষা বিষয়ক বার্তা তুলে ধরে।

শিল্পপুরাণের ব্যবস্থাপনা পরিচালক ফারজানা জিতু পুরো অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের খবর ডিজিটাল সংস্করণের প্রধান হাসনাত কাদীর ও আরশিনগরের প্রধান নির্বাহী মেহেদী হাসান শোয়েব।

ফারজানা জিতু বলেন, ‘দেশীয় শিল্প ও সংস্কৃতিকে উদযাপন করার পাশাপাশি শিশুদের প্রতি দায়িত্ববোধ থেকেই শিল্পপুরাণ এ ধরনের আয়োজন করে।’

হাসনাত কাদীর জানান, ‘ভবিষ্যতে বাংলাদেশের খবর আরও বড় পরিসরে এ ধরনের সাংস্কৃতিক আয়োজনের অংশ হতে চায়।’

মেহেদী হাসান শোয়েব বলেন, ‘শিশুদের মানসিক বিকাশে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই এ আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ণ।’

শিশুরা তাদের আঁকা ছবির মাধ্যমে বাংলার প্রকৃতি ও বর্ষার সৌন্দর্য উপস্থাপন করেছে। এছাড়া যেমন খশি সাজোর মাধ্যমে পরিবেশ রক্ষা, দেশের প্রতি ভালোবাসা, কবিতা ও সাহিত্যের প্রয়োজনীয়তা, শিশুদের মোবাইল আসক্তির ভয়াবহতাসহ বিভিন্ন সামাজিক সচেতনতার বার্তা তুলে ধরেছে।

অনুষ্ঠানে অনলাইন ও অফলাইন প্রতিযোগিতার সেরা অংশগ্রহণকারীদের পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। এ অনুষ্ঠানে শিশুদের জন্য শুভেচ্ছা হিসেবে কেক স্পন্সর করেছে আবরার’স কিচেন। 

উৎসবটি শিশু-কিশোরদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে এক বৈচিত্র্যময় মিলনমেলা হয়ে উঠেছিল।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর