Logo

মতামত

দৃষ্টিপাত

চিন্তার চৌকাঠ

মেহেদী হাসান শোয়েব

মেহেদী হাসান শোয়েব

প্রকাশ: ০৬ মে ২০২৫, ২০:১২

চিন্তার চৌকাঠ

প্রতিদিন আমরা নানান দরজার সামনে দাঁড়াই—মনের দরজা, বিবেকের দরজা, কিংবা রাষ্ট্রের অদৃশ্য শত দরজা। কেউ সেই দরজা দিয়ে ঢুকে পড়ে, কেউ দাঁড়িয়ে থাকে বাইরে। আবার অনেকেই থাকে চৌকাঠে—যেখানে দাঁড়িয়ে ভাবা যায়, কিন্তু পা বাড়ানো যায় না।

এটাই আমাদের সময়ের সবচেয়ে বড় সংকট—আমরা অনেকেই এখন চিন্তার চৌকাঠে দাঁড়িয়ে আছি। চিন্তা করতে চাই, কিন্তু ভয় পাই। প্রশ্ন তুলতে চাই, কিন্তু ঠোঁট অসাড় হয়ে যায়।

বলতে চাওয়া হাজারও কথা গিলে ফেলি, যেন কেউ শুনে না ফেলে।

রাষ্ট্র কিংবা সমাজ—আমাদের এমনভাবে গড়ে নিচ্ছে, যেন ভেতরে ভেতরে প্রশ্নহীন, নিরুত্তাপ, আর ভয়-আবদ্ধ হয়ে উঠি আমরা।

আজকের বাংলাদেশ শুধু রাজনৈতিকভাবে নয়, বুদ্ধিবৃত্তিকভাবেও গভীর এক সন্ধিক্ষণে।

দেখলে মনে হয়, আমরা দারুণ সচল, ঘুরছি, দৌড়াচ্ছি, মেট্রোরেলে উঠছি, ফ্লাইওভারে গাড়ি চালাচ্ছি, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ছুটছি, রেমিটেন্সের হিসেব করছি।

কিন্তু চিন্তার জগতে, মত প্রকাশে, প্রশ্ন করার স্বাধীনতায়—আমরা আটকে আছি, এক অদৃশ্য চৌকাঠে। এই সীমা পার হওয়া মানেই ঝুঁকি নেওয়া।

পত্রিকা পড়ুন, সামাজিক মাধ্যম দেখুন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বোঝার চেষ্টা করুন—একটা চাপা ভয়, আর থমথমে আবহ চারপাশে বিরাজমান। অজানা ভয় ভেতরে। সত্য প্রকাশ করলে কি চাকরি থাকবে? প্রশ্ন তুললে কি মামলা হবে? বিরুদ্ধ মত দিলে কি আপনি ‘দেশদ্রোহী’ বা ‘ফ্যাসিবাদের দোসর’ হয়ে যাবেন?

এই ভাবনাগুলো একটা প্রগতিশীল রাষ্ট্রের জন্য ভয়ংকর লক্ষণ। চিন্তার দ্বার থাকবে খোলা, সেখানে মুক্ত আলো-বাতাস ঢুকবে, আমরা ভাবতে পারবো, যুক্তি-প্রতিযুক্তির ভেতর দিয়ে সত্য উদ্ভাসিত হবে—এই তো ছিল চাওয়া।

অথচ, এখনও আমাদের চৌকাঠের কাছে এসেই থেমে যাই অনেকসময়। বলা যেতে পারে, আমরা যেন অভ্যস্ত হয়ে গেছি চৌকাঠে দাঁড়িয়েই কেবল তাকিয়ে থাকতে—ভেতরে না গিয়ে, গন্তব্যেও না ফিরে। 

এখনই যদি আমরা প্রশ্ন না তুলি, যদি ভাবতে না শিখি—‘আমার চিন্তা কোথায় আটকে আছে? কেনো আটকে আছে? কে আটকে দিচ্ছে?’ তাহলে এই দরজার চৌকাঠ পেরুতে পারবো না কখনোই। 

চৌকাঠই আমাদের গন্তব্য হয়ে উঠলে ভবিষ্যৎ থমকে যাবে নিশ্চিতভাবেই। 

ইতিহাস বলে, ঝুঁকি যারা নেয়, তারাই সমাজ বদলায়। তেমন সাহসী ভাবনার হাত ধরেই চিন্তার চৌকাঠ পেরিয়ে সামনে যেতে হবে আমাদের। চারপাশে যতসব সামাজিক অস্থিরতা, রাজনৈতিক অসততা, তার শেকড় বিস্তৃত অনেক গভীরে। মুক্ত চিন্তা নিয়ে সমাজ কাঠামো আর রাজনৈতিক সংস্কৃতিকে তাই চ্যালেঞ্জ করতে পারতে হবে আমাদের ভেতরেই কাউকে না কাউকে। চৌকাঠটি পেরিয়ে নিজস্ব সত্তা বিকশিত করতে এগিয়ে আসতে হবে, এখনই।

মেহেদী হাসান শোয়েব : লেখক, প্রকাশক, বিতার্কিক; শিফট ইনচার্জ, বাংলাদেশের খবর

  • বাংলাদেশের খবরের মতামত বিভাগে লেখা পাঠান এই মেইলে- bkeditorial247@gmail.com

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর