Logo

মতামত

বাংলাদেশের খবরের গৌরবময় ১১ বছর

Icon

সৈয়দ মেজবাহ উদ্দিন

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৯:৩৯

বাংলাদেশের খবরের গৌরবময় ১১ বছর

স্বীকার করতেই হবে, বাংলাদেশ এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। ছাত্র আন্দোলন থেকে উদ্ভূত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে এই সরকারের মেয়াদ নির্বাচন হবে কি না, আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না- এসব প্রশ্নে চলছে নানামুখী জল্পনা-কল্পনা।

রাজনৈতিক টানাপড়েন ও অনিশ্চয়তায় দেশে সৃষ্টি হয়েছে এক ধরনের নৈরাজ্যিক অস্থিরতা, যা জাতীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। একই সঙ্গে কিছু রাজনৈতিক দলের উচ্ছৃঙ্খলতা, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের অর্থনীতি ও সামাজিক স্থিতি নষ্ট করছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে সংবাদপত্র শিল্পেও। 

তবু এই অন্ধকার সময়েও সংবাদমাধ্যম দেশকে দিচ্ছে সঠিক দিকনির্দেশনা-বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে। আর এই ধারার অন্যতম উজ্জ্বল নাম 'বাংলাদেশের খবর'। প্রতিষ্ঠালগ্ন থেকেই 'বাংলাদেশের খবর' মুক্ত, স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতায় বিশ্বাসী। কোনো দল বা গোষ্ঠীর তাবেদারি নয়- সত্য ও ন্যায়ের পক্ষেই আমাদের অবস্থান। সাদাকে সাদা, কালোকে কালো বলার সাহসই এই পত্রিকার মূল শক্তি। তাই পাঠকের আস্থা ও বিশ্বাসে রয়েছে পত্রিকাটি। শুধু দেশ নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরছে এ পত্রিকা, যা পাঠককে অনুপ্রাণিত করছে সত্য জানার অভিযাত্রায়।

যেখানে ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার দৌরাত্ম্যে ছাপা পত্রিকার জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে, সেখানে 'বাংলাদেশের খবর'-এর চাহিদা বরং নতুন করে বেড়েছে।

বাংলাদেশের সংবাদপত্রশিল্প যখন নানা সংকটে জর্জরিত- অনেক পত্রিকা বিলুপ্ত হয়েছে বা বিলুপ্তির পথে, তখন 'বাংলাদেশের খবর' আরও বৈচিত্র্য, আধুনিকতা ও নতুন আঙ্গিকে হাজির হয়েছে পাঠকের সামনে। এটি নিঃসন্দেহে সংবাদপত্র জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

আমরা জানি, পাঠক সবসময় অনুসন্ধিৎসু-নতুন কিছু জানতে ও বুঝতে চায়। এই চাহিদাকে গুরুত্ব দিয়ে 'বাংলাদেশের খবর' যুক্ত করেছে নানাবিধ নতুন আয়োজন। যেমন- 'মাদরাসা শিক্ষা' নামে একটি অনন্য পাতা, যেখানে মাদরাসা শিক্ষার আধুনিকায়ন ও সাফল্যের কথা তুলে ধরা হয়। পাশাপাশি 'ইসলাম ধর্ম' পাতায় দেশের গুরুত্বপূর্ণ মসজিদের খুতবা পাঠ ও ইসলামী বিষয়বস্তুর সমৃদ্ধ উপস্থাপনা থাকে, যা পাঠকের জ্ঞান ও ঈমানকে সমৃদ্ধ করে।

তাছাড়া 'আইন ও আদালত' পাতায় তুলে ধরা হয় ফৌজদারি ও দেওয়ানি আইনের জটিল দিকগুলো সহজভাবে, যাতে সাধারণ মানুষ আইনি প্রতারণা বা হয়রানি থেকে বাঁচতে পারেন। দেশের খ্যাতনামা আইনজীবীদের লেখনিতে এই পাতা সমৃদ্ধ হয়েছে। শিক্ষা ব্যবস্থার মূলভিত্তি প্রাথমিক শিক্ষাকেও গুরুত্ব দেওয়া হয়েছে 'প্রাথমিক শিক্ষা' পাতায়- যেখানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের ভাবনা, সাফল্য ও চ্যালেঞ্জের কথা উঠে আসে।

'বাংলাদেশের খবর'-এর শক্তি তার কর্মীবাহিনী। নবীন ও তরুণ সংবাদকর্মীদের এক উজ্জ্বল দল দিন-

রাত ছুটে চলেছেন সংবাদ সংগ্রহে, খুঁজে আনছেন খবরের অন্তরালের খবর। জেলা-উপজেলা

প্রতিনিধি নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রতিটি প্রান্ত থেকে পৌঁছে যাচ্ছে নির্ভরযোগ্য সংবাদ। এই

নিবেদিত প্রচেষ্টাই বাংলাদেশের খবরকে করেছে পাঠকনন্দিত এক নির্ভরযোগ্য সংবাদমাধ্যম।

আজ 'বাংলাদেশের খবর' পূর্ণ করল গৌরবোজ্জ্বল ১১টি বছর- পা রাখল দ্বাদশ বছরে। এই দীর্ঘ পথচলায় যারা একনিষ্ঠভাবে পত্রিকার সঙ্গে ছিলেন- সাংবাদিক, কর্মী, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ী- সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। আপনাদের ভালোবাসা ও সহযোগিতাতেই আমরা এত দূর পর্যন্ত আসতে পেরেছি।

আমাদের অঙ্গীকার, সামনে আরও শক্ত হাতে, আরও বস্তুনিষ্ঠভাবে এগিয়ে যাবে 'বাংলাদেশের খবর'।

সৈয়দ মেজবাহ উদ্দিন :  ভারপ্রাপ্ত সম্পাদক, বাংলাদেশের খবর

বিকেপি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশের খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর