
সাপকে ভয় পায় না এমন মানুষ বোধহয় খুব কমই আছে। আর পৃথিবীতে আইসল্যান্ড ছাড়া এমন কোনো জায়গা নেই যেখানে সাপ দেখতে পাওয়া যাবে না। গ্রামে-গঞ্জে, শহরে সর্বত্র সাপের উপদ্রব। সাপের কামড়ের পরিণাম যে কী, তা তো আর কারও অজানা নয়।
বিশেষজ্ঞদের মতে, কিছু গাছপালা আছে যা সাপ খুব পছন্দ করে। আপনার বাড়ির আশেপাশে রাখলে সাপের আগমনের আশঙ্কা হতে পারে। যদি এই গাছগুলি আপনার বাড়ির আশেপাশেও থাকে তবে অবিলম্বে এগুলো সরিয়ে ফেলাই ভালো।
উজ্জ্বল ফুলের কারণে ল্যান্টানা উদ্ভিদ দেখতে আকর্ষণীয়, কিন্তু এটি সাপের প্রিয় বন্ধু। এর ঘন পাতা এবং ছোট ফল সাপকে লুকনোর জায়গা দেয়। বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে বাড়ির আশেপাশের জায়গা থেকে এই গাছটি সরিয়ে ফেলা নিরাপদ।
তুলসী গাছের গন্ধ এবং পাতার গঠন সাপকে আকর্ষণ করে। এটি ঘরের ভিতরে চাষ করা নিরাপদ। তবে বাইরে লাগানো এড়িয়ে চলা উচিত।
লেবুগাছ এবং অপরাজিতা ফুলের গাছও সাপেদের খুব প্রিয়। বিশেষজ্ঞরা বলেন, ঘরের আশেপাশে এই গাছগুলি থাকলে সাপ আসার ঝুঁকি বাড়তে পারে। গাছ থাকলেও সময়ে সময়ে ছাঁটাই করুন।
চাঁপা গাছ তার সুগন্ধি ফুলের জন্য পরিচিত। তবে এর ডালপালা এবং পাতা সাপের নিখুঁত লুকনোর জায়গা।
তবে একাধিক এমন ঘরোয়া টোটকা আছে, যা ব্যবহার করে সাপের হাত থেকে নিস্তার পাওয়া যায়।
অ্যামোনিয়া গ্যাস সাপ তাড়াতে অত্যন্ত কার্যকর। তবে এমন একটা পাতাও কিন্তু আছে, যা যে কোনও সাপকে তাড়িয়ে দেয়।
সাপ তাড়াতে নিম পাতা অব্যর্থ। নিমের তেল এক্ষেত্রে বিশেষভাবে কার্যকরী। জলে নিমের তেল মিশিয়ে সারা ঘরে প্রতিদিন স্প্রে করলে আপনি সাপ থেকে মুক্তি পাবেন। বাড়ির আনাচে-কানাচে, জলা জায়গায় নিমপাতা ব্যবহার করতে পারেন।
যখনই সাপের মুখে পড়েন, তখনই সেই জায়গা থেকে দ্রুত পালানোর চেষ্টা করেন অথবা ভয় পেতে শুরু করেন। কারণ সবাই ভাবেন এই প্রাণী কামড়ানোর পরে প্রাণে বাঁচা যায় না। এটা একেবারেই ভুল কথা। কোনো অন্ধবিশ্বাসের বশবর্তী না হয়ে যথাসময়ে উপযুক্ত পরিষেবা পেলে, আপনিও দ্রুত সুস্থ হতে পারেন।
এমজে