Logo

অন্যান্য

কিরন প্রেজেন্টস বরিশাল ক্যারিয়ার ফেস্টের তারিখ ঘোষণা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৮:৩৯

কিরন প্রেজেন্টস বরিশাল ক্যারিয়ার ফেস্টের তারিখ ঘোষণা

বরিশাল একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে। প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে কিরন প্রেজেন্টস বরিশাল ক্যারিয়ার ফেস্টিভাল ২০২৫, যা শহরের সবচেয়ে বড় ও প্রতীক্ষিত ক্যারিয়ারভিত্তিক অনুষ্ঠান। 

আগামী ৩ মে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটিইসি) অডিটোরিয়ামে এই উৎসব অনুষ্ঠিত হবে। এটি হবে বরিশালের তরুণদের জন্য একটি পরিবর্তনমুখী অভিজ্ঞতা। 

এই ব্যতিক্রমী উদ্যোগটি যৌথভাবে আয়োজন করছে সায়েন্স অ্যান্ড রিসার্চ ক্লাব বিটিইসি, ক্যারিয়ার ক্লাব বিটিইসি, এক্সিলেন্স বাংলাদেশ এবং জেসিআই ঢাকা হেরিটেজ। 


এর মূল লক্ষ্য- তরুণদের ক্যারিয়ার সুযোগ সম্পর্কে জানানো, চাকরি বাজারের বর্তমান চাহিদা বোঝা, দক্ষতা উন্নয়ন এবং পেশাদার ও ইন্ডাস্ট্রি লিডারদের সঙ্গে সংযুক্ত হওয়ার একটি প্ল্যাটফর্ম তৈরি করা। 

এই ফেস্টিভালে বরিশালের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে, যেমন- বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ এবং বিএম কলেজ। 

পাশাপাশি স্থানীয় স্কুল, কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, যা একে একটি সম্পূর্ণ ইনক্লুসিভ ও কমিউনিটি-কেন্দ্রিক আয়োজন করে তুলবে। 


ক্যারিয়ার ফেস্টিভাল ২০২৫-এ থাকছে ক্যারিয়ারভিত্তিক সেমিনার ও ওয়ার্কশপ, সিভি রাইটিং ও মক ইন্টারভিউ প্রশিক্ষণ, স্কিল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজ এবং এক্সপার্টদের সঙ্গে ওয়ান-অন-ওয়ান ক্যারিয়ার কনসালটেশন। অংশগ্রহণকারীরা দেশের শীর্ষস্থানীয় সফল পেশাজীবী ও জননন্দিত ব্যক্তিদের অনুপ্রেরণাদায়ক গল্প ও বাস্তব অভিজ্ঞতা সরাসরি শুনতে পারবে। 

এই আয়োজন শুধু চাকরির সুযোগ নয়, তরুণদের জ্ঞান, আত্মবিশ্বাস ও দিকনির্দেশনা দিয়েও সমৃদ্ধ করবে। এটি বরিশালের প্রজন্মকে ক্যারিয়ার-প্রস্তুত একটি সচেতন সমাজে পরিণত করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা একাডেমিক গণ্ডির বাইরেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর