Logo

অন্যান্য

প্যারাগ্লাইডিংয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতা শেয়ার করলেন আজহারী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১২:৪২

প্যারাগ্লাইডিংয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতা শেয়ার করলেন আজহারী

আলোচিত ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী এবার ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন তার প্যারাগ্লাইডিংয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কি-ওয়েস্টে তিনি প্রথমবারের মতো প‍্যারাসেইলিং করেন। সেটি ছিল দারুণ রোমাঞ্চকর। এরপর দক্ষিণ আফ্রিকার কেইপ টাউনে তিনি অভিজ্ঞতা নেন প্যারাগ্লাইডিংয়ের, যা ছিল আরও বেশি চ্যালেঞ্জিং ও ঝুঁকিপূর্ণ।

আজহারী বলেন, ‘প্যারাগ্লাইডিং করতে গেলে বাতাসের সাথে তাল মিলিয়ে খুব সতর্কতার সাথে উড়তে হয়। আচমকা দমকা হাওয়ায় যেকোনো মুহূর্তে প্যারাশুটের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা সম্ভব। তাই ফ্লাইটের আগে একটি নো ইনডেমনিটি ফর্ম পূরণ করতে হয়, যা সবধরনের ঝুঁকি নিজের ওপর নেওয়ার লিখিত সম্মতি।

তিনি জানান, পেশাদার ইন্সট্রাকটরের গাইডলাইন অনুসরণ করলে প্রায় ৯৯ শতাংশ ক্ষেত্রেই নিরাপদ অবতরণ সম্ভব হয়। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমারও নিরাপদ ল্যান্ডিং হয়েছে।’

পোস্টের মাধ্যমে আজহারী শুধু তার অ্যাডভেঞ্চারপ্রেমী দিকটাই প্রকাশ করেননি, বরং সতর্কতা ও নিরাপত্তার গুরুত্বও তুলে ধরেছেন ভক্তদের সামনে। তার এই ব্যতিক্রমী অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই বেশ সাড়া ফেলেছে।

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর