Logo

অন্যান্য

অনাথের মোড়ে সতর্কতামূলক চিহ্ন স্থাপনের দাবি ‘নিসআ’র

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৯:১৬

অনাথের মোড়ে সতর্কতামূলক চিহ্ন স্থাপনের দাবি ‘নিসআ’র

ফরিদপুর পৌরসভার অন্যতম গুরুত্বপূর্ণ চৌরাস্তা অনাথের মোড়ে গোলচত্ত্বর ও সতর্কতামূলক চিহ্ন স্থাপনের দাবি জানিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ফরিদপুর জেলা শাখা।

এই মোড়টি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি রাজেন্দ্র কলেজ এবং নিউমার্কেটের রাস্তা মিলিত হওয়ায় অত্যন্ত ব্যস্ত এলাকা হিসেবে পরিচিত। কয়েক মাস আগে এখানে তিন দিকের রাস্তা প্রশস্ত করা হলে, মোড়টির আয়তন এবং যান চলাচল বৃদ্ধি পায়। তবে, গোলচত্ত্বর বা কোন সতর্কতামূলক চিহ্ন না থাকার কারণে প্রতিদিনই নানা দুর্ঘটনা ঘটছে, যা নিরাপদ সড়কের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে।

নিসআ’র দাবি, অনাথের মোড় থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল যাওয়ার পথে সড়ক বিভাজক চিহ্ন বা সতর্কবার্তা না থাকায় অতিরিক্ত গতিতে যান চলাচল এবং বিপরীত লেনে যান চলাচলের কারণে দুর্ঘটনা অহরহ ঘটছে। তারা উল্লেখ করেছেন যে, মোড়টিতে গোলচত্ত্বর স্থাপন এবং সড়ক বিভাজক চিহ্ন স্থাপন করা অত্যন্ত জরুরি, যাতে সড়ক ব্যবহারকারীরা নিরাপদভাবে চলাচল করতে পারেন এবং দুর্ঘটনা কমানো যায়।

এ ব্যাপারে নিসআ ফরিদপুর জেলা শাখা তাদের আবেদনপত্রে উল্লেখ করেছেন যে, সড়ক ব্যবস্থাপনা সঠিকভাবে না থাকলে এটি জনসাধারণের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। তাদের মতে, এই সমস্যা দ্রুত সমাধান করা না হলে দুর্ঘটনা বাড়তে পারে এবং জীবনহানির ঝুঁকি সৃষ্টি হতে পারে।

অতএব, তারা ফরিদপুর পৌরসভার প্রশাসককে দ্রুততম সময়ে এই সমস্যার সমাধান করার জন্য উদ্যোগ গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর