উড্ডয়নের সময় খুলে পড়ল চাকা, ৭১ যাত্রী নিয়ে মাঝ আকাশে বিমান

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৫, ১৪:৩৯
-6826fe6a2c384.jpg)
প্রতীকী
কক্সবাজার থেকে ছেড়ে আসার পর মাঝ আকাশে বিপাকে পড়েছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। উড্ডয়নের পরপরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে গেছে। এতে শিশুসহ ৭১ জন যাত্রী নিয়ে উড়তে থাকা ওই ফ্লাইটটিকে ঘিরে তৈরি হয়েছে উৎকণ্ঠা।
শুক্রবার (১৬ মে) দুপুর ১টা ২০মিরিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটের বিমান। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটির পেছনের একটি চাকা খুলে যায় বলে জানায় বিমান কর্তৃপক্ষ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর অনলাইন পোর্টাল ঢাকা পোস্টকে জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে ওড়ার পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। এ অবস্থায় আমরা ফ্লাইটটিকে ইমারজেন্সি ঘোষণা করেছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশে আমাদের ইঞ্জিনিয়ারিং টিম প্রস্তুত রয়েছে।
এদিকে বিমানের বিশেষজ্ঞ দল জানিয়েছে, পেছনের একটি চাকা খুলে গেলেও বিমানটি জরুরি অবতরণে সক্ষম। এজন্য বিশেষ কৌশলে অবতরণ করানোর ব্যবস্থা রাখা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ফ্লাইটটি আকাশে রয়েছে এবং ঢাকায় নিরাপদে অবতরণের জন্য প্রস্তুতি চলছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৎপর রয়েছে সংশ্লিষ্ট সব ইউনিট।
- এটিআর