আন্তর্জাতিক হাফ-ম্যারাথনের টাইটেল স্পনসর ‘ছুটি রিসোর্ট’

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৩:৩৫

ঢাকায় অনুষ্ঠিত #OneRun আন্তর্জাতিক হাফ-ম্যারাথনের টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হয়েছে ‘ছুটি রিসোর্ট লিমিটেড’। GamePlay Limited এর সহযোগিতায় এবং রাশিয়ার Hero League-এর পার্টনারশিপে এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতা ঢাকায় অনুষ্ঠিত হয়।
#OneRun একটি সিঙ্ক্রোনাইজড হাফ-ম্যারাথন, যা বিশ্বের ৩০টি দেশে একযোগে আয়োজন করা হয়েছে। এতে চীন, কিরগিজস্তান, তাজিকিস্তান, বেলারুশ, ব্রাজিল, কাতার, ক্যামেরুন, সার্বিয়া, উজবেকিস্তান, নেপাল, মিশর, আর্মেনিয়া, পাকিস্তানসহ নানা দেশের দৌড়বিদরা অংশ নিয়েছেন।
এই আয়োজনে বাংলাদেশ প্রথমবারের মতো অংশ নিয়েছে, যা আন্তর্জাতিক পরিসরে দেশের অংশগ্রহণকে এক নতুন মাত্রা দিয়েছে। Hero League এর উদ্যোগে এর আগে ২০২৪ সালে বিশ্বের ১৫টি দেশে ৩০,০০০-এর বেশি দৌড়বিদের অংশগ্রহণে আয়োজনটি দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করে।
‘ছুটি রিসোর্ট লিমিটেড’ একতা, ফিটনেস এবং আন্তর্জাতিক বন্ধুত্বের চেতনায় গড়া এই আয়োজনে অংশ নিতে পেরে গর্বিত বলে জানিয়েছে। ঢাকায় রাশিয়ান দূতাবাস, Russian House Dhaka, GamePlay Limited এবং Hero League-কে কৃতজ্ঞতা জানিয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাঁদের সহযোগিতায় এই ঐতিহাসিক আয়োজন সম্ভব হয়েছে।
অনুষ্ঠান সফল করতে সহায়তাকারী সহ-স্পনসর, বিদেশি প্রতিনিধি, সাংবাদিক, মিডিয়া, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পর্যটন পুলিশ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে ‘ছুটি রিসোর্ট’ কর্তৃপক্ষ।
শনিবার (২৪ মে) হাতিরঝিলে অনুষ্ঠিত এই অনুপ্রেরণাদায়ক হাফ-ম্যারাথনে অংশ নেওয়া সকল সম্মানিত দৌড়বিদদের প্রতিও জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন।