Logo

অন্যান্য

এআইইউবি’র ‘ইনক্লুসিভ এডুকেশন টুলকিট’ কর্মশালা অনুষ্ঠিত

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১৮:১৫

এআইইউবি’র ‘ইনক্লুসিভ এডুকেশন টুলকিট’ কর্মশালা অনুষ্ঠিত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর উদ্যোগে এবং ব্রিটিশ কাউন্সিল-এর ‘গোয়িং গ্লোবাল পার্টনারশিপস’ প্রোগ্রামের আওতায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ২২ থেকে ২৪ জুন অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী কর্মশালা। কর্মশালার শিরোনাম ছিল ‘ইনট্রোডাকশন টু দ্য ইনক্লুসিভ এডুকেশন টুলকিট: সাপোর্টিং ডিজঅ্যাডভান্টেজড অ্যান্ড এক্সক্লুডেড ইন্ডিভিজুয়ালস অ্যান্ড কমিউনিটিজ ইন বাংলাদেশ’।

এই হ্যান্ডস-অন কর্মশালাটি ব্রিটিশ কাউন্সিল-এর ট্রান্সন্যাশনাল এডুকেশন প্রকল্প ‘জেনেরেটিভ এআই ফর গুড’-এর অংশ, যেখানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিস্তারে জেনেরেটিভ এআই প্রযুক্তির ব্যবহার ও সম্ভাবনা নিয়ে আলোচনা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় হয়।

তিন দিনে অনুষ্ঠিত মোট ১০টি সেশনে অংশগ্রহণ করেন যুক্তরাজ্য, সৌদি আরব এবং বাংলাদেশের শীর্ষ উচ্চশিক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি (যুক্তরাজ্য), কিং ফাহদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস (সৌদি আরব), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং এআইইউবি।

২২ জুন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. এম. মাহফুজুর রহমান এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের হেড অফ এডুকেশন জনাব তৌফিক হাসান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. ডেভিড জে. ব্রাউন, প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এআইইউবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুল ইসলাম।

২৪ জুন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি’র সেক্রেটারি ড. মো. ফখরুল ইসলাম এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূঁইয়া। সম্মানিত অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর অফ প্রোগ্রামস জনাব ডেভিড নক্স এবং প্রফেসর ড. ডেভিড জে. ব্রাউন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইইউবি’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবদুর রহমান।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর