Logo

অন্যান্য

সড়ক দুর্ঘটনায় নিহত বিক্রয় প্রতিনিধির পরিবারকে সহায়তা দিল ‘নগদ’

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৭:৪৩

সড়ক দুর্ঘটনায় নিহত বিক্রয় প্রতিনিধির পরিবারকে সহায়তা দিল ‘নগদ’

ছবি : সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় নিহত বিক্রয় প্রতিনিধি সেন্টু হাওলাদারের পরিবারকে সাড়ে তিন লাখ টাকার জীবন বীমা দাবির চেক দিয়েছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’।

রোববার (২০ জুলাই) রাজধানীতে বীমা প্রতিষ্ঠান ওয়াদা ইনশিওরের প্রধান কার্যালয়ে নিহত সেন্টুর স্ত্রী সুমাইয়া ইসলামের হাতে এই চেক তুলে দেওয়া হয়।

সেন্টু হাওলাদার নড়াইল অঞ্চলের একজন ডিএসও (ডিস্ট্রিবিউশন সেলস অফিসার) হিসেবে কাজ করতেন। তিনি সরাসরি নগদের কর্মী না হলেও বিপণন প্রতিষ্ঠানের মাধ্যমে ‘নগদ’-এর পণ্য বিপণনে যুক্ত ছিলেন। প্রতিষ্ঠানটি মনে করে, এমন পরোক্ষ কর্মীরাও তাদের দায়বদ্ধতার আওতায় পড়েন। এই দায়িত্ববোধ থেকেই প্রতিষ্ঠানটি নিহত সেন্টুর পরিবারের পাশে দাঁড়িয়েছে বলে জানানো হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকনিযুক্ত ‘নগদ’-এর প্রশাসক মুতাসিম বিল্লাহ, ওয়াদা ইনশিওর-এর অ্যাসোসিয়েট ডিরেক্টর ও প্রধান বিপণন কর্মকর্তা এসকে খালিদুজ্জামান এবং চার্টার্ড লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসিফ শামস। আরও উপস্থিত ছিলেন ‘নগদ’র জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক মো. হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত চিফ কমার্সিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সরওয়ার ভূঁইয়াসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে ‘নগদ’-এর প্রশাসক বলেন, ‘মাঠ পর্যায়ের বিক্রয় প্রতিনিধিরাই আমাদের গ্রাহকসেবার মূল চালিকা শক্তি। তারা প্রতিদিন ঝুঁকি নিয়ে কাজ করেন। সে তুলনায় এই আর্থিক সহায়তার পরিমাণ অপ্রতুল হলেও আমরা ভবিষ্যতে তা বাড়ানোর চেষ্টা করছি। দুর্ঘটনাকবলিত কর্মীদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।’

চেক হাতে পেয়ে আবেগাপ্লুত সুমাইয়া ইসলাম বলেন, ‘আমার স্বামীকে হারিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। নগদ যেভাবে পাশে দাঁড়িয়েছে, তাতে আমি কৃতজ্ঞ। আজ আমার সন্তানকে নিয়েই আমার সব ভাবনা। এই সহায়তা অন্তত কিছুটা স্বস্তি দিচ্ছে।’

শুধু এককালীন সহায়তাই নয়, নড়াইলে ‘নগদ’এর বিপণন অংশীদার মেসার্স ওয়াহিদুজ্জামান আগামী এক বছর সেন্টুর পরিবারকে প্রতি মাসে দুই হাজার টাকা করে সহায়তা দেবে। পাশাপাশি, তার শিশুপুত্রের বয়স ১০ বছর না হওয়া পর্যন্ত প্রতিবছর চার হাজার টাকা করে আর্থিক সহায়তা অব্যাহত থাকবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের কাছে প্রতিটি বিক্রয় প্রতিনিধি এবং তার পরিবার সমান গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

  • এমডিএ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নগদ সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর