Logo

অন্যান্য

বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিচালক পদে মোহাম্মদ মমিনুল ইসলাম

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ২০:১২

বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিচালক পদে মোহাম্মদ মমিনুল ইসলাম

মোহাম্মদ মমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা মোহাম্মদ মমিনুল ইসলাম প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) পদে দায়িত্ব গ্রহণ করেছেন। একইসঙ্গে তিনি পরিচালক (প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট) পদেও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

বুধবার (৩০ জুলাই) বিমানের মহাব্যবস্থাপক (প্রশাসন) বুশরা ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রায় ৩৯ বছরের দীর্ঘ কর্মজীবনে মোহাম্মদ মমিনুল ইসলাম বিমানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন। তিনি অতীতে পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ), পরিচালক (কাস্টমার সার্ভিস), পরিচালক (পরিকল্পনা ও ট্রেনিং), এবং পরিচালক (প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ছিলেন জিএম (অ্যাডমিন), জিএম (সিকিউরিটি) এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও।

রংপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট মমিনুল ইসলাম ১৯৮৪ সালে উত্তীর্ণ হন এবং বাংলাদেশ সেনাবাহিনীর ১৫তম লং কোর্সে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন। পরবর্তীতে ১৯৮৬ সালের শেষ দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অফিসার হিসেবে যোগদানের পর থেকে প্রশাসনিক পরিসরে দক্ষতা, শৃঙ্খলা ও নেতৃত্বের স্বাক্ষর রেখে চলেছেন।

তার পেশাগত গুণাবলির মধ্যে রয়েছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, দূরদর্শিতা, ক্রাইসিস ম্যানেজমেন্টে অভিজ্ঞতা এবং কর্মীদের কল্যাণে দায়বদ্ধতা। এসব বৈশিষ্ট্যের কারণে তিনি বিমানে একজন দক্ষ ও জনপ্রিয় কর্মকর্তা হিসেবে সুপরিচিত।

মোহাম্মদ মমিনুল ইসলামের নতুন দায়িত্ব গ্রহণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারীরা আশাবাদ ব্যক্ত করেছেন। তাদের বিশ্বাস, অভিজ্ঞতা ও নেতৃত্বের গুণে তিনি প্রশাসন, মানবসম্পদ এবং সরবরাহ ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবেন।

বিমানের সর্বস্তরের কর্মীদের প্রত্যাশা, নতুন পরিচালকের নেতৃত্বে এয়ারলাইন্সটি এগিয়ে যাবে নতুন উচ্চতায়, যা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিমানের ভাবমূর্তিকে করবে আরও দৃঢ়, সম্মানজনক ও আধুনিকতার প্রতীক।

  • এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর