Logo

অন্যান্য

গাজায় হাফেজ্জী চ্যারিটেবলের কার্যক্রম নিয়ে আলজাজিরায় সংবাদ প্রকাশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৯:৩৫

গাজায় হাফেজ্জী চ্যারিটেবলের কার্যক্রম নিয়ে আলজাজিরায় সংবাদ প্রকাশ

গাজায় ত্রাণ কার্যক্রম চালানো সেবামূলক সংস্থা ‘হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি বাংলাদেশ’ নিয়ে লাইভ কভারেজ সম্প্রচার করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

মঙ্গলবার (১২ আগস্ট) গাজায় সংস্থাটির চলমান ত্রাণ সহায়তা নিয়ে আলজাজিরা ‍মুবাশেরে ৭ মিনিটের লাইভ কভারেজ প্রচার করা হয়। 

আল জাজিরা প্রতিবেদনে দেখা যায়, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের রান্না করা খাবার গাজার মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। গাজার ছোট-বড়, নারী-পুরুষ, যুবক-বৃদ্ধ—সকলেই খাবারের জন্য ছুটে আসছেন। খাবার পেয়ে তারা বেজায় খুশি হয়েছেন। শিশুরা তৃপ্তির ঢেকুর দিচ্ছেন। 

গাজায় হাফেজ্জীর স্থানীয় দায়িত্বশীল আকরাম আল জাজিরাকে বলেন, ‘আমরা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ। তারা গাজা জুড়ে পানি, রান্না করা খাবার, কোরবানির গোস্ত, হাসপাতালের ক্ষুধার্ত শিশুদের জন্য দুধ ও নগদ অর্থ বিতরণ করছে। কিন্তু এই খাবার বেঁচে থাকার জন্য যথেষ্ট নয়। অনেকে বলছে ত্রাণ পর্যাপ্ত পরিমাণে ঢুকছে, এটা পুরোপুরি মিথ্যা। বহু মানুষ দুদিন ধরে একমুঠো খাবারও পায়নি।’

তিনি আরও বলেন, ‘যদি এই আয়োজন বন্ধ হয়ে যায়, পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। ক্ষুধা চরম আকার ধারণ করবে। আমাদের বড় সমস্যাগুলোর একটি হলো টাকা তোলার সময় ৫০% পর্যন্ত খরচ কেটে নেওয়া হচ্ছে—এটি ভয়ংকর অন্যায়।’

প্রতিবেদনে দেখা যায়, গাজায় হাফেজ্জীর টিম লিডার আকরামকে প্রশ্ন করছেন সাংবাদিক। প্রশ্নটি ছিল, ‘এই রান্না করা খাবারের আয়োজন থেকে মুসলিম উম্মাহর কাছে আপনি সর্বশেষ কী বার্তা পৌঁছাতে চান? আকরাম বললেন, ‘আমার বার্তা হলো, আপনারা এ ধরনের সহযোগিতা আরও বাড়িয়ে দিন। বিশেষ করে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের প্রতি আমার অনুরোধ, তারা যেন এ ধরনের আয়োজন অব্যাহত রাখে।’

প্রসঙ্গত, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের শুরু  ২০১৩ সালে। দেশের শীর্ষ আলেমদের ত্ত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে সংস্থাটি। সংস্থাটি দেশে অসহায়ের সহযোগিতা, চিকিৎসা, স্বাবলম্বীকরণ ও পুনর্বাসনে কাজ করছে। কয়েক লাখ মানুষকে চিকিৎসাসেবা দিয়েছে এরই মধ্যে। পুনর্বাসন করছে অসহায়দের। নওমুসলিমদের জন্য আছে কল্যাণ কর্মসূচি। দেড় বছর ধরে সহযোগিতা করছে গাজার অসহায়দের। গাজার শিশুদের জন্য করেছে স্কুল। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতিক্রমে চারটি হাসপাতালে নিয়মিত সহযোগিতা করছে।

  • রায়হান রাশেদ/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংবাদ সম্মেলন গাজা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর