Logo

অন্যান্য

হাসপাতালে পিনাকী ভট্টাচার্য

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৮:৫৯

জনপ্রিয় লেখক, গবেষক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যকে প্যারিসের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তার নিবিড় পর্যবেক্ষণে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে পিনাকী ভট্টাচার্যের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, পিনাকী ভট্টাচার্য কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করছেন। আজকে পরিস্থিতি কিঞ্চিৎ অবনতি হওয়ায় বৃহত্তর প্যারিসের একটি হাসপাতালে আনা হয়েছে। ডাক্তাররা আশঙ্কা করছে উনি আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন, সম্ভবত সেটি নিয়ে জটিলতা দেখা দিয়েছে।

পোস্টটিতে তার ভক্তরা কমেন্টের মাধ্যমে তার সুস্থতা কামনা করেন।

  • ডিআর/এমআই/এক্সএ/এএইচকে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর