পাবজি মোবাইলের নেক্সট স্টার প্রোগ্রাম এখন বিশ্বব্যাপী, পুরস্কার ৬ মিলিয়ন ডলার

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৫:৪৫

জনপ্রিয় ই-স্পোর্টস গেম পাবজি মোবাইল ‘নেক্সট স্টার গ্লোবাল ক্রিয়েটর রিক্রুটমেন্ট (এনএসজিসিআর)’ প্রোগ্রাম চালু করেছে। প্রথমবারের মতো এতে বাংলাদেশ যুক্ত হয়েছে।
প্রোগ্রামটির মাধ্যমে নতুন ও পুরোনো সব ধরনের কনটেন্ট ক্রিয়েটররা সহায়তা পাবেন। তাদের জন্য বরাদ্দ করা হয়েছে বছরে ৬ মিলিয়ন ডলারেরও বেশি পুরস্কারের তহবিল এবং বিশেষ ইন-গেম রিওয়ার্ড। বুধবার (২০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।
এতে জানানো হয়, অংশগ্রহণে কোনো ন্যূনতম ফলোয়ারের শর্ত নেই। বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়া, মেনা, পশ্চিম ইউরোপ, উত্তর আমেরিকা, পূর্ব ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া, লাতিন আমেরিকা ও আফ্রিকার ক্রিয়েটররা এতে যোগ দিতে পারবেন।
ই-স্পোর্টস ইনসাইডার-এর তথ্যমতে, ২০২১ সালে শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রোগ্রামের মাধ্যমে ৩.৫ মিলিয়ন ডলার বিতরণ করা হয়েছে। অংশগ্রহণকারীরা এর মাধ্যমে ক্যারিয়ার গড়তে সহায়ক টুলস, অর্থায়ন ও প্রচারের সুযোগ পান।
এ উদ্যোগে যোগ দিতে হলে গত তিন মাসে অন্তত দুটি পাবজি মোবাইল ভিডিও প্রকাশ করতে হবে। কোড অব কনডাক্ট মেনে চলতে হবে এবং অঞ্চলভিত্তিক শর্ত পূরণ করতে হবে।
প্রোগ্রামে যুক্ত ক্রিয়েটররা ইন-গেম রিওয়ার্ড, টাইটেল, নতুন ফিচারের বেটা অ্যাক্সেস এবং অফিসিয়াল প্রচারের সুযোগ পাবেন। প্রতি বছর অসাধারণ অবদান রাখা সেরা ক্রিয়েটরদের জন্য বিশেষ অ্যাওয়ার্ডও থাকবে। আবেদন করা যাবে এই লিঙ্কে : https://sg.creatorhub.pubgmobile.com
২০১৭ সালে প্রকাশিত ‘পাবজি : ব্যাটলগ্রাউন্ডস’-এর ভিত্তিতে তৈরি এই গেমে সর্বোচ্চ ১০০ জন খেলোয়াড় অংশ নিতে পারেন। সরঞ্জাম সংগ্রহ করে দ্বীপে টিকে থাকতে হয় এবং খেলার এলাকা ক্রমশ ছোট হতে থাকে।
পাবজি মোবাইল যৌথভাবে তৈরি করেছে লাইটস্পিড স্টুডিওস (টেনসেন্ট গেমস) এবং ক্রাফটন ইনক। গেমটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোর থেকে। বিস্তারিত পাওয়া যাবে পাবজি মোবাইলের অফিসিয়াল সোশ্যাল চ্যানেলে— ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স ও ইউটিউবে।