ব্র্যান্ড-যোগাযোগে নতুন দিগন্ত নিয়ে আলোচনা, হয়ে গেল ১৪তম কমিউনিকেশন সামিট
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ২০:২৬
ব্র্যান্ড–যোগাযোগের বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ দিক নির্দেশনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজন ১৪তম কমিউনিকেশন সামিট।
ব্র্যান্ড–যোগাযোগের বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১৪তম কমিউনিকেশন সামিট। শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর লে মেরিডিয়ান হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে এই ফ্ল্যাগশিপ ইভেন্টটি অনুষ্ঠিত হয়। সামিটের মূল প্রতিপাদ্য ছিল— “কেয়স, কালচার অ্যান্ড ক্রিয়েটিভিটি: রিইমাজিনিং দ্য কমিউনিকেশন ক্যানভাস।”
ইভেন্টে দেশের মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, ব্র্যান্ডিং, মিডিয়া, পাবলিক রিলেশনস এবং ক্রিয়েটিভ কমিউনিকেশন খাতের শীর্ষস্থানীয় পেশাজীবীরা অংশ নেন। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল তিনটি কি-নোট সেশন, চারটি প্যানেল আলোচনায় এবং দুটি কেস স্টাডি সেশন। বক্তারা বর্তমান ডিজিটাল যুগে ব্র্যান্ড বার্তা পৌঁছে দেওয়ার চ্যালেঞ্জ, দর্শকের আচরণ ও সাংস্কৃতিক পরিবর্তনের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা সাজিদ মাহবুব বলেন, ‘সংস্কৃতি, মানবিকতা ও সৃজনশীল চিন্তা মিলেই তৈরি হয় এমন ব্র্যান্ড–গল্প, যা দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করে এবং ব্যবসাকে এগিয়ে নিতে সাহায্য করে।’
কি-নোট সেশনে তানজীন আলম, কান্ট্রি হেড, বাংলাদেশ ও এসইএ, এমামী লিমিটেড বলেন, ‘সত্যিকারের সৃজনশীলতা তখনই কার্যকর হয়, যখন তা বাস্তব ব্যবসায়িক সমস্যা সমাধান করে। ব্র্যান্ডকে প্রচলিত ভাবনার বাইরে গিয়ে অন্তর্দৃষ্টি-নির্ভর কৌশল তৈরি করতে হবে।’
প্যানেল আলোচনায় বক্তারা ক্লায়েন্ট ও এজেন্সির পারস্পরিক সহযোগিতা, যৌথ দায়িত্ববোধ ও দীর্ঘমেয়াদি বিশ্বাস তৈরির গুরুত্বের ওপর জোর দেন। এছাড়া কনটেন্টের পরিমাণ বাড়ার সঙ্গে সৃজনশীলতার গভীরতা বজায় রাখার চ্যালেঞ্জ, সাংস্কৃতিক ও আচরণগত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চলার প্রয়োজনীয়তা এবং ভবিষ্যৎ–মানসিক, উদ্দেশ্য–নির্ভর মার্কেটিং নেতৃত্বের দিকনির্দেশনা বিষয়েও আলোচনা হয়।
সামিটে আরও উপস্থিত ছিলেন- আফজাল মাহবুব (গ্রে গ্রুপ), অজয় কুমার কুন্ডু (মিডিয়াকম লিমিটেড), সারাহ আলী (এফসিবি বিটপি), শারজিল করিম (ইন্টারস্পিড অ্যাডভার্টাইজিং), ইশতিয়াক শহরিয়ার (বিকাশ লিমিটেড), দ্রাবীর আলম (এক্স সলিউশনস লিমিটেড), তানভীর হোসাইন (সান কমিউনিকেশনস), লুতফি চৌধুরী (অ্যাডফিনিক্স লিমিটেড) প্রমুখ।
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর সহযোগিতায় এবং ওয়ালটন গ্রুপের সঞ্চালনায় আয়োজিত কমিউনিকেশন সামিট ২০২৫ বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে চিহ্নিত হয়েছে।
- এমআই

