Logo

অন্যান্য

ডিএসইসির সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খানের পিতার জন্য দোয়া প্রার্থনা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ২১:০৭

ডিএসইসির সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খানের পিতার জন্য দোয়া প্রার্থনা

আলহাজ মাওলানা নূর মোহাম্মদ খান

সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খানের পিতা আলহাজ মাওলানা নূর মোহাম্মদ খান গুরুতর অসুস্থ অবস্থায় কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি বর্তমানে নানা জটিল সমস্যা নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার চৈতা গ্রামের ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আলহাজ মাওলানা নূর মোহাম্মদ খান। তার পিতা দক্ষিণবঙ্গের খ্যাতনামা সাধক পীরে কামেল আলহাজ মাওলানা ইউনুস (রহ.) ছিলেন। এই বংশের অষ্টম প্রতিনিধি হেশামত উদ্দিন খান ইরান থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন।

মাওলানা নূর মোহাম্মদ খান একটি অজপারাগায়ে জন্ম নিলেও তার প্রতিভা জাতীয় পর্যায়ে বিকশিত হয়। তিনি নিজের বাড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এছাড়া পটুয়াখালীর বিভিন্ন এলাকায় এমপিওভুক্ত আলিয়া মাদ্রাসা স্থাপন করেছেন। তিনি একজন প্রখ্যাত আলেমেদ্বীন, লেখক, সাহিত্যিক ও সাংবাদিক। মাদ্রাসা শিক্ষা বোর্ডের বহু পাঠ্য তার হাতে লেখা এবং তিনি চৈতা নেছারিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ পদে কর্মরত অবস্থায় বোর্ড অফ গভর্নরের দায়িত্বও পালন করেছেন।

সাংগঠনিকভাবে তিনি বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর কেন্দ্রীয় নায়েবে আমির, মজলিসের সুরের স্পিকার এবং বাংলাদেশ জমিয়াতুল মোদারেসিনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ কাজী অ্যাসোসিয়েশনের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আশির দশকে স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি। ইবতেদায়ী মাদ্রাসার রূপকার হিসেবে বিবেচিত, রাবেতা আল-আলম আল-ইসলামের সদস্য এবং বাংলাদেশের প্রতিনিধি হয়ে বহু দেশে প্রতিনিধিত্ব করেছেন। সৌদি আরব, ইরান, ইরাক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তানসহ বিশ্বের প্রায় ২১টি দেশে সফর করেছেন।

সর্বশেষ অধ্যক্ষ পদ থেকে অবসরের পর তিনি মাধবখালী ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হন এবং বর্তমানে চৈতা নেছারিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পরিবার সকলের কাছে তার সুস্থতা ও নেক হায়াতের জন্য দোয়া প্রার্থনা করেছে।

  • এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর