ফেনীতে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ২০:১৯
ফেনী-২ আসনে বিএনপির প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন ভিপি বিজয় দিবসে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ফেনীর রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহান বিজয় দিবসে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের প্রস্তুতিকালে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের নেতৃত্বে থাকা একটি পক্ষ জয়নাল আবেদিন ভিপিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আকস্মিক এ ঘটনায় তিনি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। এ সময় উপস্থিত অনেক নেতাকর্মী ঘটনাটি প্রত্যক্ষ করলেও তাৎক্ষণিকভাবে কার্যকর কোনো প্রতিবাদ দেখা যায়নি বলে অভিযোগ রয়েছে।
বিজয় দিবসের মতো রাষ্ট্রীয় ও আবেগঘন দিনে একজন মুক্তিযোদ্ধার সঙ্গে এমন আচরণ মুক্তিযুদ্ধের চেতনা ও রাজনৈতিক সৌজন্যের পরিপন্থী বলে মনে করছেন সচেতন মহল।
স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো জানায়, ফেনী-২ আসনে বিএনপির প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই দলের ভেতরে বিরোধ চলছিল। বিজয় দিবসের এ ঘটনা সেই বিরোধেরই বহিঃপ্রকাশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। একাধিক নেতাকর্মীর অভিযোগ, ভিপি জয়নালকে পরিকল্পিতভাবে কর্মসূচি থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
এ ঘটনায় এখনো পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য বা তদন্তের ঘোষণা আসেনি। একইভাবে অভিযুক্ত আলাল উদ্দিন আলালের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
এমবি

