Logo

অন্যান্য

বিশ্বজুড়ে আনন্দ ও উৎসবের মধ্যে ইংরেজি নতুন বছর বরণ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১১:৫৭

বিশ্বজুড়ে আনন্দ ও উৎসবের মধ্যে ইংরেজি নতুন বছর বরণ

বিশ্ববাসী উৎসব, আতশবাজি ও আনন্দের মধ্য দিয়ে পুরনো বছরকে পেছনে ফেলে নতুন বছর ২০২৬ কে স্বাগত জানিয়েছে। নিউজিল্যান্ডের অকল্যান্ড ও কিরিবাতি দ্বীপপুঞ্জে প্রথমবার ঘড়ির কাঁটা ১২টা স্পর্শ করলে শুরু হয় ইংরেজি নববর্ষ উদযাপন।

নিউজিল্যান্ডের স্কাই টাওয়ারে বর্ণিল আতশবাজি, অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজে বিশাল আতশবাজি প্রদর্শনীতে লাখো পর্যটক উপস্থিত ছিলেন। ভানুয়াতু, সলোমন দ্বীপপুঞ্জ, পাপুয়া নিউ গিনির বোগেনভিলসহ রাশিয়ার কিছু অংশও একই সময়ে নতুন বছরে প্রবেশ করেছে।

ইউরোপে উৎসব শুরু হয়েছে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর থেকেই। লন্ডনের বিখ্যাত ফেরিস হুইল ও বার্জ থেকে ফুটেছে আতশবাজি; টেমস নদীর ধারে এক লাখের বেশি মানুষ উদযাপনে অংশ নিয়েছে। ১২ হাজার আতশবাজি আলোকিত করেছে লন্ডনের আকাশ। দেশজুড়ে বিভিন্ন আয়োজনে সাধারণ মানুষও নতুন বছর উদযাপন করেছে।

স্কটল্যান্ডের এডিনবার্গে ঐতিহ্যবাহী হগম্যানয়ে হাজার হাজার মানুষ মধ্যরাতের আতশবাজি উপভোগ করেছে। সেখানে লাইভ মিউজিক, ডিজে পার্টি ও স্ট্রিট থিয়েটারের মাধ্যমে শহর প্রাণবন্ত হয়ে উঠেছে।

জার্মানি, ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড, নরওয়ে, স্পেন, অস্ট্রিয়া, মোনাকো, ভ্যাটিকান সিটি ও অন্যান্য ইউরোপীয় দেশও নানা আয়োজনে নতুন বছর উদযাপন করছে।

এশিয়ায় বেইজিং, থাইল্যান্ডের ব্যাংকক, জাপান, দক্ষিণ ও উত্তর কোরিয়ার শহরগুলোতে আলোকসজ্জা, ড্রোন শো ও আতশবাজির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে। টোকিওতে নিরাপত্তার কারণে প্রধান কাউন্টডাউন ইভেন্ট বাতিল করা হয়েছে।

আফ্রিকার দেশগুলো—নাইজেরিয়া, নাইজার, চাদ, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, মরক্কো, অ্যাঙ্গোলা—ও উৎসবে অংশ নিয়েছে।

দক্ষিণ আমেরিকার রিও ডি জেনেইরো কোপাকাবানা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত বিশাল আতশবাজি ও সঙ্গীত পার্টি এইবার গিনেস রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে বড় নববর্ষ উদযাপনের রেকর্ড করেছে।

মধ্যপ্রাচ্যের দুবাইয়ে বুর্জ খলিফা থেকে প্রদর্শিত আতশবাজি আলোকিত করেছে আকাশ। সংযুক্ত আরব আমিরাত, আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া, মরিশাস ও সেশেলসেও নানা আয়োজন করা হয়েছে।

বাংলাদেশও ঘড়ির কাঁটা ১২টা বাজতেই ২০২৬ সালে প্রবেশ করেছে। এরপর নেপাল, ভারত ও শ্রীলঙ্কা নববর্ষ উদযাপন শুরু করেছে।

এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দিবস উদযাপন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর