Logo

অন্যান্য

প্রধান উপদেষ্টার প্রতি আহমাদুল্লাহর খোলা চিঠি

আল্লাহ ও রাসূল (সা.)’র প্রতি কটূক্তি বন্ধে পদক্ষেপের আহ্বান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৯

আল্লাহ ও রাসূল (সা.)’র প্রতি কটূক্তি বন্ধে পদক্ষেপের আহ্বান

আল্লাহ ও রাসূল (সা.)-এর প্রতি কটূক্তি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি খোলা চিঠিতে তিনি এ আহ্বান জানান।

শায়খ আহমাদুল্লাহ খোলা চিঠিতে উল্লেখ করেন, সম্প্রতি কিছু ব্যক্তি ও গোষ্ঠী পরিকল্পিতভাবে ইসলাম ধর্ম, মহান আল্লাহ ও তাঁর প্রেরিত রাসূল (সা.)-এর প্রতি কটূক্তি ও অবমাননাকর মন্তব্য করে চলেছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা। বিশেষ করে, পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির একজন সদস্যের বিতর্কিত ভূমিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।

তিনি সতর্ক করেন, এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা হুমকির মুখে ফেলতে পারে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। তাই তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার মাধ্যমে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার আহ্বান জানান।

আহমাদুল্লাহ আশা প্রকাশ করেন, বর্তমান সরকার জনগণের ধর্মীয় অনুভূতিকে শ্রদ্ধা করবে এবং ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তিনি ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে আইন প্রণয়নেরও আহ্বান জানান।

তিনি প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানান, অনতিবিলম্বে এ ধরনের কটূক্তি ও অবমাননাকর কর্মকাণ্ড বন্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করে দেশবাসীকে আশ্বস্ত করতে, যাতে তাদের ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাস রক্ষায় সরকার সম্পূর্ণভাবে সচেষ্ট থাকে। 

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর