Logo

রাজনীতি

ফ্যাসিবাদী আচরণ দেখতে চাই না : হাসনাত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৫:২৬

ফ্যাসিবাদী আচরণ দেখতে চাই না : হাসনাত

জুলাই অভ্যুত্থানের পর ফ্যাসিবাদী আচরণ দেখতে চান না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) মুখ সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘শিক্ষার্থীদের সাথে প্রহসনমূলক আচরণ করার পরিণতি কী হতে পারে, তা চব্বিশের জুলাইয়ে দেখেছে বাংলাদেশ। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও আমরা এমন ফ্যাসিবাদী আচরণ দেখতে চাই না।’

তিনি বলেন, ‘কুয়েটের শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি একাত্মতা পোষণ করছি।’

কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে এই নেতা বলেন, ‘দ্রুত শিক্ষার্থীদের দাবি-দাওয়া মেনে নেওয়ার ব্যবস্থা করুন।’

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর