জামায়াত আমির
নারী কমিশনের কিছু সুপারিশ কোরআন-সুন্নাহর সম্পূর্ণ খেলাফ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১৫:২৬

ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নারী অধিকার সংস্কার নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টে কোরআন ও সুন্নাহর সম্পূর্ণ খেলাফ কিছু সুপারিশমালা পেশ করা হয়েছে। যে কয়জন এ সুপারিশ পেশ করেছেন, তারা দেশের সাড়ে ৯ কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে জামায়াতে ইসলামী জেলা ও মহানগর শাখা আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির আরও বলেন, তারা সমাজকে যেই জায়গায় নিয়ে যেতে চান, তা বলতে লজ্জা লাগে। আমরা সেই জায়গায় তাদের নিতে দেবো না। এ দেশের মানুষের একটা সংস্কৃতি, একটা তাজিম, একটা তামাদ্দুন আছে। তার বিরুদ্ধে আঘাত দিলে সমাজের পুরো শৃঙ্খলা তছনছ হয়ে যাবে। এটা আমরা মানবো না, মানতে পারি না।
প্রধান উপদেষ্টাকে অনুরোধ করে ডা. শফিকুর রহমান বলেন, দেশে ফিরে বিলম্ব না করে প্রথমেই এ কাজটা বাতিল করবেন। আর যদি এরকম কোনো কমিশন করতেই হয়, তাহলে সকল শ্রেণী-পেশার দল এবং আদর্শের মানুষকে নিতে হবে। সেখানে ঈমানদার মহিলাদেরও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। তখন আমরা বিবেচনা করবো।
নির্বাচন কমিশনের কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, বর্তমানে একটা নির্বাচন কমিশন হয়েছে। তারা বলেছেন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি দিবেন। আমরা তাদের একটু অ্যাসিড টেস্ট দেখতে চাই। স্থানীয় সরকার না থাকায় জনগণ সাফার করছে। তাই আপনারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিন। আমরা দেখি আপনাদের সৎ ইচ্ছা আর সক্ষমতা কতটুকু। এর প্রমাণ আপনারা পেশ করুন। যদি জনগণ সন্তুষ্ট হয়, তাহলে পরবর্তী খেদমতের জন্য তারা আপনাদের পূর্ণ সমর্থন দিবে। এখানে যদি কিছু ধরা পড়ে, তাহলে জনগণ হলুদ কার্ড নয়, লাল কার্ড দেখিয়ে দিবে।
কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর মহানগর শাখার আমির মাওলানা কামরুল আহসান এমরুল। জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী মিডিয়া ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকীসহ জেলা, মহানগর ও উপজেলার নেতাকর্মীরা।
নাজমুস সাকিব/এমবি