Logo

রাজনীতি

খেলাফত আন্দোলনের নতুন আমির ও মহাসচিব নির্বাচিত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৫:৩৬

খেলাফত আন্দোলনের নতুন আমির ও মহাসচিব নির্বাচিত

বাংলাদেশ খেলাফত আন্দোলনের নতুন আমির নির্বাচিত হয়েছেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এবং নতুন মহাসচিব হয়েছেন মাওলানা ইউসুফ সাদিক হক্কানী। 

শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর কামরাঙ্গীরচরের নূরিয়া মাদরাসায় সংগঠনের মজলিসে শূরার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুরের নাতি এবং সাবেক আমির মাওলানা আহমাদুল্লাহ আশরাফের ছেলে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এতদিন সংগঠনের মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন। মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকালে শূন্য হওয়া আমির পদে তাকে নির্বাচিত করা হয়।

নতুন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী আগে সংগঠনের যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন। তিনি সাভার উপজেলা ওলামা পরিষদের সভাপতি এবং হেফাজতে ইসলামসহ বিভিন্ন দীনি ও সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।

মাওলানা ইউসুফ সাদিক  হক্কানী। ছবি : বাংলাদেশের খবর

উল্লেখ্য, গত ৪ এপ্রিল ইন্তেকাল করেন দেশের অন্যতম শীর্ষ আলেম, হজরত হাফেজ্জী হুজুর (রহ.)-এর সাহেবজাদা মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী। তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির, হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির এবং কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি কামরাঙ্গীরচর জামিয়া নূরিয়ার মুহতামিম এবং রাজধানীর কারওয়ান বাজারের আম্বর শাহ (রহ.) শাহী জামে মসজিদের প্রধান খতিব ছিলেন।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর