আল্লাহর ওয়াস্তে কারও ওপর প্রতিশোধ নেবেন না : ডা. শফিকুর রহমান

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৬:৫৭

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত ১৫ বছরে আমাদের ওপর নানা জুলুম-নির্যাতন চালানো হয়েছে। ৫ আগস্ট সে অধ্যায়ের অবসান ঘটেছে। সেদিন রাতেই দলের সব কর্মীকে বলেছি—আল্লাহর ওয়াস্তে কারও ওপর প্রতিশোধ নেবেন না।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একবার বলেছিলেন, সরকার পতনের পর ৫ লাখ লোক মারা যাবে। কিন্তু বাস্তবে তা হয়নি। প্রতিহিংসা কখনো শান্তি আনে না। রাষ্ট্রক্ষমতায় থাকি আর না থাকি, আমরা আপনাদের পাশে থাকব।’
তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর জামায়াত কর্মীরা সংখ্যালঘুদের বাড়ি পাহারা দিয়েছেন। আমাদের কেউ হামলা-সহিংসতায় জড়িত ছিলেন না।’
অমুসলিমদের উদ্দেশে তিনি বলেন, ‘কোনো জালেম যদি আপনাদের ওপর জুলুম করে, প্রতিবাদ করবেন, আমাদের পাশে রাখবেন। আমরা চাই না, কেউ জুলুমের শিকার হয়ে নিজ ভূমি ছেড়ে চলে যাক।’
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিম, সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী।
সভায় আরও বক্তব্য দেন সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম, জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মো. ইয়ামীর আলী, বড়লেখা-জুড়ী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের পক্ষে বক্তব্য দেন কুলাউড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অরুণাভ দে, সাধারণ সম্পাদক অজয় দাশ, সদস্য অশোক ধর, সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য ও পৌরসভার আহ্বায়ক বিচিত্র দে।
এর আগে সকালে তিনি ভুকশীমইল ইউনিয়ন জামায়াত আয়োজিত সভায় এবং দুপুরে জুড়ী উপজেলায় আরও এক সভায় বক্তব্য দেন। বিকেলে তিনি রবিরবাজার, ব্রাহ্মণবাজার ও ভাটেরা ইউনিয়নে কর্মসূচিতে অংশ নেবেন।
শাহরিয়ার খান সাকিব/এআরএস