Logo

রাজনীতি

উপদেষ্টা মাহফুজের বক্তব্যের প্রতিবাদ জানাল জামায়াত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৯:৪১

উপদেষ্টা মাহফুজের বক্তব্যের প্রতিবাদ জানাল জামায়াত

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ‘জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল’ এমন মন্তব্যের প্রতিবাদে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১২ মার্চ) মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে বলেন, ‘জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল, তবে যেভাবে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছিলেন, তাদের মাধ্যমে কাফফারা দেওয়ার মতো কিছু হয়নি। আমি বলেছি, যারা বাংলাদেশপন্থী জামায়াত সদস্য, তারা রাজনীতি করার অধিকার রাখেন।’

মাহফুজ আলমের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার (১৩ মার্চ) এক বিবৃতি দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘মাহফুজ আলমের এমন ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্যে আমি বিস্মিত।’

তিনি আরও বলেন, ‘মাহফুজ আলমকে স্মরণ রাখতে হবে যে, তিনি একটি অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এই অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে সমালোচনা বা অসত্য বক্তব্য দিতে পারেন না।’

জামায়াতের বিবৃতিতে আরও বলা হয়, ‘রাজনৈতিক বক্তব্য দিলে রাজনীতির ময়দানে এসে দেওয়া উচিত। মাহফুজ আলমের এই বক্তব্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অরাজনৈতিক চরিত্রকেই প্রশ্নবিদ্ধ করেছে।’

  • ডিআর/এমজে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

উপদেষ্টা মাহফুজ আলম জামায়াত প্রতিবাদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর